নাটোরের বড়াইগ্রামে মাটি চাপা পড়ে মোস্তাকিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর এক শিশু, তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার খাকশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম খাকসা গ্রামের জহুরল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, বড়াইগ্রাম উপজেলার খাকশা দক্ষিণপাড়া গ্রামে কাবিখা প্রকল্পের আওতায় গরিলা বিলে যাওয়ার জন্য রাস্তার পাশের মাটি কেটে রাস্তা মেরামতের কাজ চলছিল। মাটি কাটার কারণে সৃষ্ট নালায় নেমে দুপুরে স্থানীয় কিছু শিশু খেলা করছিল। এ সময় রাস্তার পাশ থেকে মাটি ধসে তার নিচে চাপা পড়ে মোস্তাকিম ও সাকিব নামে দুই শিশু।
স্থানীয় কৃষকরা দেখতে পেয়ে সাকিবকে জীবিত উদ্ধার করতে পারলেও মাটির নিচে চাপা পড়ে মোস্তাকিমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএম/এসএন