সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা এখনও খোলা রেখেছে বিসিবি

সদ্য সমাপ্ত পিএসএল দিয়ে ৬ মাসের বেশি সময় পর মাঠের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচ খেলা বাংলাদেশি অলরাউন্ডার সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও তাঁর দল লাহোর কালান্দার্স পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে।

এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন পাকিস্তানে। আগামীকাল মঙ্গলবার হবে সিরিজের প্রথম ম্যাচ।

সাকিব অবশ্য গত বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। অবসরের ঘোষণা দিয়েছেন টেস্ট থেকেও। বাকি থাকা ওয়ানডে থেকে অবসর না জানালেও এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফি খেলে অবসর নিতে চান।

গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সাকিবের সে চাওয়া অবশ্য পূরণ হয়নি। বাঁহাতি এ অলরাউন্ডারকে ছাড়াই পাকিস্তানে হয়ে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি খেলে বাংলাদেশ। তখন থেকেই প্রশ্নটা জোরে শোরে উঠছিল, তবে কি জাতীয় দলে সাকিব অধ্যায় শেষ? এ প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। সাকিবকে ‘সম্পদ’ আখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, সাকিবের জন্য জাতীয় দলের পথ খোলা।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাকিব শেষবার মাঠে নেমেছিলেন গত বছরের অক্টোবরে। কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার আগে জানিয়েছিলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলকে বিদায় জানাতে চান। সাকিবের সে ইচ্ছে পূরণ হয়নি।

নিরাপত্তা ইস্যুতে দেশের বিমান ধরলেও দুবাই থেকে ফেরত যান সাকিব।

পরবর্তীতে বোলিং অ্যাকশনেও নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। মার্চে সে নিষেধাজ্ঞা কাটে সাকিবের। এরপর খেলেন সদ্য সমাপ্ত পিএসএলে।

সাকিবের জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে তাই আলোচনা আবার শুরু হয়।

এ প্রসঙ্গে ক্রিকইনফোকে বিসিবি পরিচালক ইফতেখার বলেছেন, ‘সাকিব সবসময়ই নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। সে যেকোনো দলের জন্যই সম্পদ। সে একজন বিশ্বমানের ক্রিকেটার।’

টিম ম্যানেজমেন্ট যে সাকিবের ওপর নজর রাখবে, সেটাও উঠে এসেছে ইফতেখারের কথায়, ‘সে তার বোলিং অ্যাকশন ঠিক করে ফিরেছে।

আমাদের টিম ম্যানেজমেন্ট ওর ওপর নজর রাখবে। সাকিবের সঙ্গে আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যায়নি।’

তবে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও কিছু ম্যাচ দেখার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক, ‘নিষেধাজ্ঞার পর ও মাত্র কয়েকটা ম্যাচ খেলেছে। আরও কয়েকটা ম্যাচ খেলুক। এরপর বলা যাবে, ও জাতীয় দলে ফিরবে কি না।’

পিএসএলে অবশ্য সাকিবের প্রত্যাবর্তনটা ভালো হয়নি। দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন, দুবারই ডাক মেরেছেন। বোলিংয়ে ৩ ম্যাচে উইকেট নিয়েছেন মোটে ১টি। এদিকে বাংলাদেশ জাতীয় দলও সুবিধা করতে পারছে না। সম্প্রতি আমিরাত সফরে গিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে।

পারফরম্যান্সের এমন অবনতি প্রসঙ্গে ইফতেখার রহমান বলেছেন, ‘চার সিনিয়র ক্রিকেটার (সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ) নেই। দলটি তুলনামূলক নতুন। দলে একটা শূন্যতা তৈরি হয়েছে। আমার মনে হয়, এখনকার তরুণদের মধ্যেও প্রতিভা আছে, কিন্তু সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারছে না। আমি আগেও বলেছি, ওরা যত বেশি খেলবে, তত উন্নতি করবে। আমরা এখন যে অবস্থানে আছি, সেখান থেকে শুধু ওপরের দিকেই যাওয়া সম্ভব।’

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলায় ৩ বন্দরে সতর্ক সংকেত May 29, 2025
img
নোয়াখালীতে ৬ সন্তানের জননীকে হত্যা May 29, 2025
img
জাপান ও বাংলাদেশের মধ্যে অনেক খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শুক্রবার May 29, 2025
img
পাইলটের দক্ষতায় রক্ষা পেল ১৮০ যাত্রী May 29, 2025
img
ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি May 29, 2025
img
সকাল থেকে ঢাকায় বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস May 29, 2025
img
ইরান ইস্যুতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প May 29, 2025
img
ট্রাম্পের শুল্কারোপ স্থগিতাদেশে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম May 29, 2025
img
বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দর থেকে লঞ্চ চলাচল বন্ধ May 29, 2025
img
বিশ্ব ক্রমশ অশান্ত হয়ে উঠছে : ইউনুস May 29, 2025
img
বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি: দূষণের তালিকায় ৬৭তম May 29, 2025
img
আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে : মুশতাক আহমেদ May 29, 2025
img
ত্রাণ নিতে গিয়ে গাজায় নিহত ৯ ফিলিস্তিনি May 29, 2025
img
অভিন্ন চ্যালেঞ্জে একসঙ্গে লড়তে এশীয় দেশগুলোকে প্রধান উপদেষ্টার আহ্বান May 29, 2025
img
‘নিবন্ধন ছাড়া এনসিপির পাশে বসলে বিএনপির অপমান হয়’ May 29, 2025
img
তোমার বাবাকে চলে যেতে বলো, অভিষেককে বিপাশা May 29, 2025
img
বাজেট বিল নিয়ে ক্ষোভ প্রকাশ, ট্রাম্প প্রশাসন ছাড়লেন ইলন মাস্ক May 29, 2025
img
ম্যাচ হারের কারন জানালেন ক্যাপ্টেন লিটন May 29, 2025
img
বাঙালি জাতি সর্বদাই শান্তিপ্রিয় এবং শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : সেনাপ্রধান May 29, 2025
img
‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি’ May 29, 2025