সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়া সিরিজে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ দল। ওপেনিং থেকে শুরু করে বোলিং বিভাগেও করেছে। সেই ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষেও থাকবে বলে জানিয়েছেন লিটন দাস। কেন করা হবে তার ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন লিটন। যদিও বিশ্বকাপ হতে এখনো এক বছরের বেশি সময় বাকি। আগামীকাল তিন ম্যাচের সিরিজ শুরু হওয়ার আগে উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘সিরিজটিতে প্রত্যেক খেলোয়াড়ের মেলে ধরার দুর্দান্ত সুযোগ। আমরা টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার চেষ্টা করছি।এই সফরও সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে নামতে বাংলাদেশের খেলোয়াড়রা মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন লিটন। দুই দিন অনুশীলন করার সুযোগ পাওয়ায় প্রস্তুতি ভালো আছে জানিয়ে ৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘এখানে ভালো একটি অনুশীলন সেশন হয়েছে আমাদের। এখানকার কন্ডিশনের সঙ্গেও আমরা সবাই কমবেশি পরিচিত।
খেলোয়াড়রা এই সিরিজটির জন্য মুখিয়ে আছে এবং সবাই মনোযোগী। আমরা জানি নিজেদের মাঠে পাকিস্তান কতটা চ্যালেঞ্জ জানাতে পারে।’
আগামীকাল তিন ম্যাচ সিরিজের প্রথমটি লাহোরে হবে। বাংলাদেশ সময় রাত ৯ টায়। অবশ্য বাকি দুটিও লাহোরেই।
এমআর/টিএ