অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান লিটন দাস। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সঙ্গে পাকিস্তানকে একটা হুংকারও দিয়ে রাখলেন, যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ।এ জন্য অবশ্য দলকে ভালো ক্রিকেট খেলতে হবে বলে জানিয়েছেন লিটন।
তাই সর্বশেষ সফরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতলেও সেই স্মৃতিতে গা ভাসাতে চান না তিনি। ৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘এটি (টেস্ট সিরিজের চেয়ে) ভিন্ন বলের খেলা। আমাদের মধ্যে বিশ্বাস আছে, যে কোনো দলকে হারাতে পারব। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা অতীতে কী ভালো করেছি বা খারাপ করেছি, সেগুলো চিন্তা করব এবং সামনে কীভাবে খেলব সেভাবে এগোনোর চেষ্টা করব।’
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে ভুলগুলো হয়েছে তা শুধরিয়ে পাকিস্তানের বিপক্ষে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন লিটন। উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘সবশেষ সিরিজে আমরা আপ টু দা মার্ক খেলতে পারিনি।
তবে এটি নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আমরা জানি, অতীতে আমরা কোথায় খারাপ খেলেছি, কোথায় ভালো করেছি। সেসব নিয়ে চিন্তা করব এবং মাঠে এপ্লাই করার চেষ্টা করব। দেখা যাক।’
প্রথম টি-টোয়েন্টি হাই স্কোরিং হবে বলেও জানিয়েছেন লিটন।তিনি বলেছেন, ‘পিএসএলে আমরা যেমন দেখেছি, এখানের কন্ডিশন একই। হাই স্কোরিং ম্যাচ হয় এখানে। তাই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। শুধু ভালো ক্রিকেট নয়, মাঠে স্মার্ট হতে হবে আমাদের।’
আরব আমিরাতের কাছে সিরিজ হারায় ব্যাপক সমালোচনা শুনতে হয়েছে ক্রিকেটারদের। সে সবে কান না দিয়ে ভালো ম্যাচ উপহার দিতে চান লিটন, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো নরম্যাল জিনিস। তবে আমাদের সবারই চেষ্টা থাকে, ভালো ক্রিকেট কীভাবে খেলতে পারি এবং আমরা জানি কোথায় কী ভুল করেছি। আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন এখানে পুনরাবৃত্তি না হয়। আমার মনে হয়, আমরা খুব ভারসাম্যপূর্ণ দল। ভালো ম্যাচ উপভোগ করব।’
চোটের কারণে অনেক আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। আর একই কারণে শেষ মুহূর্তে পাকিস্তান সফরে নেই মুস্তাফিজুর রহমানও। দলের দুই সেরা পেসারকে না পাওয়ার বিষয়ে অধিনায়ক লিটন বলেছেন, ‘তাসকিন ও ফিজ, আমাদের দুইটা কী-ফ্যাক্টর। আর এটা একটা ভালো দিক যে, তারা যখন না খেলবে, সেই জায়গাটা কে দখল করবে, ওই জায়গায় কে বসবে। আমার মনে হয়, দুইটা ক্রিকেটারের জন্য এটা খুব ভালো সুযোগ যে তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে।’
এমআর/টিএ