সিলেট ও সুনামগঞ্জের চার সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭) গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়। তাদের মধ্যে ৩ জন শিশু, ১২ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকায় তাদের দ্রুত আটক করতে সক্ষম হন।
এর কিছুক্ষণ পর একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করা হয়। মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরাও তাদের আটক করেন।
এছাড়া সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১২ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়েও আরও ১৬ জনকে পুশইন করা হয়েছে।
আটকদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির কর্মকর্তারা।
এর আগে গত ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে যথাক্রমে ১৬ ও ২১ জন এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়।
বিজিবি জানায়, পুশইন ঠেকানো, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
এসএম/টিএ