এক লিচুর দাম ১৮ টাকা, বাজারে হইচই!

দিনাজপুরের বিখ্যাত বেদানা লিচু এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এর ফলে লিচুটির প্রতি আগ্রহ বেড়েছে, ফলে বাজারে বেচাকেনাও বেড়েছে। তবে সরবরাহ বেশি থাকায় এই লিচু বর্তমানে প্রকারভেদে প্রতিটি ৬ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, জিআই স্বীকৃতি না পেলেও আকারে বড় ও স্বাদে ভালো হওয়ায় চাহিদায় এগিয়ে রয়েছে চায়না-থ্রি জাতের লিচু। বাজারে এই জাতের একটি লিচু বিক্রি হচ্ছে ১৮ টাকায়, যা আরও বাড়তে পারে বলে ধারণা ব্যবসায়ীদের।

সোমবার (২ জুন) দিনাজপুরের প্রধান লিচুর বাজার শহরের কালিতলা নিউ মার্কেট বাজারে বিভিন্ন জাতের প্রচুর লিচুর আমদানি হয়েছে। বিক্রেতারা কেউ রিকশাভ্যানে, কেউ ইজিবাইকে, কেউ ভটভটিতে, আবার কেউ লিচু নিয়ে এসেছেন পিকআপ ভ্যানে। বিক্রেতা আর ক্রেতাদের ভিড়ে মুখরিত লিচুর বাজার। গোটা বাজারে যেন তিলধারণের ঠাঁই নেই।

বাজারে ঢুকেই দেখা যায়, দোকানে লিচুর বিশাল স্তূপ, আর এক আঁটি চায়না-থ্রি জাতের লিচু হাতে নিয়ে লিটন আলী নামে এক বিক্রেতা চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন, ‘দামাদামি করলে দুই হাজার টাকা, আর না করলে ১৮শ টাকা। এর কম হবে না’। একশ লিচুর দাম এটি। অর্থাৎ চায়না-থ্রি জাতের একটি লিচুর দাম ১৮ টাকা।

লিটন আলী জানান, বিরল উপজেলার মাধববাটী গ্রামের বাগান মালিক খুরশেদ আলমের কাছ থেকে তিনি চায়না-থ্রি জাতের ৬ হাজার লিচু কিনেছেন ৯০ হাজার টাকায়। অর্থাৎ প্রতিটি লিচুর দাম পড়েছে ১৫ টাকা। পরিবহণ খরচ, খাজনাসহ অন্যান্য খরচ মিটিয়ে ১৮ টাকার নিচে বিক্রি করলে তার লোকসান হবে। এজন্যই তিনি প্রতিটি লিচু ১৮ টাকা দরে বিক্রি করছেন।

পাশের আরেক বিক্রেতা রুবেল রানা বেদানা জাতের লিচু বিক্রি করছেন আকারভেদে প্রতিটি ৮ টাকা থেকে ১০ টাকা দরে। তিনি বলেন, আজ (সোমবার) বাজারে লিচুর সরবরাহ বেশি। তাই দাম কিছুটা কম। পরবর্তীতে আরও দাম বাড়বে বলে জানান রুবেল রানা।

বিক্রেতারা দাম কমের কথা বললেও ক্রেতারা বলছেন, দাম বেশি। বাজারে লিচু কিনতে আসা আব্দুস সাত্তার নামে এক ক্রেতা জানান, তিনি ঢাকায় মেয়ের বাড়িতে লিচু পাঠাবেন। বেদানা জাতের ৫শ লিচু কিনলেন ৯ টাকা দরে।

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি চায়না-থ্রি জাতের লিচু আকার ও মানভেদে ১০ টাকা থেকে ১৮ টাকা দরে, বেদানা জাতের লিচু ৬ টাকা থেকে ১০ টাকা দরে এবং মাদ্রাজি ও বোম্বাই লিচু আড়াই টাকা থেকে ৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

কালিতলা ফল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুস্তম আলী জানান, গত কয়েক দিনের তুলনায় সোমবার বাজারে প্রচুর পরিমাণে লিচুর আমদানি হয়েছে। গত কয়েক দিন ধরে অব্যাহত বৃষ্টির পর আকাশে রোদ থাকায় এবং কুরবানি ঘনিয়ে আসায় বেড়েছে এই লিচুর আমদানি।

তিনি বলেন, এই বাজারে লিচুর আড়ত রয়েছে ৩৮টি। এছাড়াও ছোটবড় মিলিয়ে শতাধিক দোকানে লিচু বিক্রি হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাস থেকে এ বাজারে লিচু বেচাকেনা শুরু হয়েছে, চলবে আষাঢ় মাস পর্যন্ত। বর্তমানে সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতিদিন এ বাজারে বিক্রি হচ্ছে অন্তত ৫০ লাখ লিচু। শুধুমাত্র এই বাজারেই প্রতিদিন গড়ে বেচাকেনা হচ্ছে ৩ থেকে ৪ কোটি টাকার লিচু। স্থানীয় ক্রেতা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এই বাজারে এসেছেন লিচু কিনতে। প্রতিদিন এই বাজার থেকে ১৫ থেকে ২০ ট্রাক লিচু দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে জানান রুস্তম আলী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দিনাজপুর জেলায় ৫ হাজার ৫২০ হেক্টর জমিতে লিচুর বাগান আছে ৯ হাজার ৯৮টি। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৬২৮ মেট্রিক টন। চলতি মৌসুমে অন্তত ৭শ কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাইক্রফটকে ‘ভারতের প্রিয় ম্যাচ রেফারি’ বললেন রমিজ রাজা Sep 18, 2025
img
পাকিস্তান সফরে যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি Sep 18, 2025
img
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিষিদ্ধ হয়ে যাক : ঐশী Sep 18, 2025
img
প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব : তারেক রহমান Sep 18, 2025
img
দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ Sep 18, 2025
img
বাংলাদেশে সবচাইতে আগে জরুরি জাতীয় নির্বাচন : জিল্লুর রহমান Sep 18, 2025
img
মেটা উন্মুক্ত করলো নতুন ডিসপ্লে স্মার্ট গ্লাস Sep 18, 2025
img
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: বার্নি স্যান্ডার্স Sep 18, 2025
img
ঢাকায় আজ বিক্ষোভ করবে জামায়াতসহ ৭ দল Sep 18, 2025
img
জয়পুরহাটে ছাত্রদলের সম্মেলন ব্যর্থ, ৭ নেতাকে বহিষ্কার Sep 18, 2025
img
তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস Sep 18, 2025
img
আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড Sep 18, 2025
img
সমুদ্রে পাওয়া গেল ৮ ধরনের ভারী খনিজ Sep 18, 2025
img
‘ডাইরেক্ট থ্রোতে’ মাথায় বল লেগে মাঠের বাইরে আম্পায়ার Sep 18, 2025
img

বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা সভা

‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে’ Sep 18, 2025
img
ঢাবির পরিবহনে ডিজিটাল রূপান্তর, চালু হচ্ছে বাস ট্র্যাকিং অ্যাপ Sep 18, 2025
img
অস্কারের সমালোচনায় এমি পোলার Sep 18, 2025
img
আলভারেজ বিতর্কের পর ফুটবলে পেনাল্টির নিয়মে বড় পরিবর্তন Sep 18, 2025
img
৩ বছর পরে হাবিবের জন্য নতুন গান লিখলেন অলিক Sep 18, 2025
img
বায়ার্নকে জেতানো ম্যাচে রেকর্ড গড়লেন কেইন Sep 18, 2025