ময়মনসিংহের সেরা ১০ কলেজ

সারাদেশে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে বুধবার। ফলাফলে ময়মনসিংহে শতভাগ পাস নিয়ে প্রথমস্থান ধরে রেখেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ ৩২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবছর ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২৭ জন পরীক্ষার্থী। পাস করেছেন ৫২৪ জন। পাসের হার ৯৯.৪৩। জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন।

৯৮ দশমিক ৯০ শতাংশ পাস নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এবছর এই কলেজ থেকে ১ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ২৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩২৫ জন।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ৯৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯৭৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৮৯ জন।

কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ ৮৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮০৩ জন। পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৯ জন।

ময়মনসিংহ নটর ডেম কলেজ থেকে ১১৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ১০৯৩ জন। পাসের হার ৯৫.৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।

আনন্দমোহন সরকারি কলেজ থেকে ৯৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯৪৪ জন। পাসের হার ৯৫ দশমিক ১৬। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪৩ জন।

কমার্স কলেজ থেকে ৫৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৯৩ জন। পাসের হার ৯২ দশমিক ১৫। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।

আলমগীর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে ৭৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে করে পাস করেছেন ৬৭৪ জন। পাসের হার ৮৯ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

ময়মনসিংহ সরকারি কলেজ থেকে ৭৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৬২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: