গাইবান্ধায় বিএনপি নেতাকে হত্যা, যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস হোসেনকে (৪২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মজিবর রহমান (৬৫) নামে একজনকে আটক করেছে। তিনি যুবলীগ কর্মী সুমনের বাবা।

শনিবার (৭ জুন) সন্ধ্যার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস হোসেনের মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি এলাকায় হামলার শিকার হন তিনি। হামলার পর ইলিয়াস হোসেন তার উপর কারা, কিভাবে হামলা করেছে তা নিজেই বলে গেছেন। মোবাইলে ধারণ করা সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিহত ইলিয়াস মিয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।

তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রাতে নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে ইলিয়াসকে পথরোধ করে নিষিদ্ধ যুবলীগের সুমন মিয়া, জুবায়ের ও সাজু মিয়াসহ কয়েকজন। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী পিটিয়ে তার হাত-পা ভেঙে ফেলা হয়। ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইলিয়াসকে রাস্তায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ইলিয়াসের বড় ভাই মোজাম্মেল হক বলেন, নিষিদ্ধ ফাসিস্ট যুবলীগ কর্মী সুমন মিয়ার নেতৃত্বে ইলিয়াসের ওপর হামলা চালানো হয়েছে। হাত ও পা ভেঙে ফেলাসহ কুপিয়ে ইলিয়াসকে রক্তাক্ত জখম করা হয়েছে।

হাসপাতালে ভর্তির পর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা যান ইলিয়াস। দীর্ঘদিন ধরেই ইলিয়াসের সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল সুমন মিয়াসহ স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের।

আ. লীগের পতনের পর নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও সুমন মিয়া ইলিয়াসকে হুমকি দিয়ে আসছিল। হামলাকারী সুমন মিয়াসহ সকলের বাড়ি একই গ্রাম রামভদ্র খানাবাড়ি। তারা সর্বানন্দ ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে সক্রিয়। দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

হামলার শিকার ইলিয়াসকে উদ্ধারের পর তিনি স্থানীয়দের কাছে হামলার বর্ণনা দিয়েছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন সময়েও কারা, কিভাবে তার ওপর হামলা চালিয়েছেন তাও বলেন তিনি। এ নিয়ে মোবাইলে ধারণ করা ইলিয়াসের বক্তব্যের পৃথক দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, 'হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইলিয়াস। মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় নিহতের বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলা হয়। তারা এ ব্যাপারে কোনো মামলা এখনও পর্যন্ত দায়ের করেননি। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

এসএম/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত Nov 12, 2025
img
বৃহস্পতিবার সারা দেশে শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে চান ব্যবসায়ীরা Nov 12, 2025
img
ঢাকায় আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী Nov 12, 2025
img
দিল্লিতে বোরকা পরায় মুসলিম নারীকে হাসপাতালে প্রবেশে বাধা Nov 12, 2025
img
আত্মবিশ্বাসী হতে ৩ বিষয়কে গুরুত্ব দেন জয়া Nov 12, 2025
img
ড. ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ দেখছেন সালাহউদ্দিন Nov 12, 2025
img
অস্ট্রেলিয়া থেকে না ফেরায় শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং বন্ধ Nov 12, 2025
img
১৪ দলকে সংলাপে চায় না গণঅধিকার পরিষদ Nov 12, 2025
img
সরকার জনগণের সঙ্গে সাপ-লুডু খেলা শুরু করেছে : সারোয়ার তুষার Nov 12, 2025
img
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই: খসরু Nov 12, 2025
img
দুর্দান্ত একটা সেশন কাঁটাল বাংলাদেশ Nov 12, 2025
img
সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলো বিসিবি Nov 12, 2025
img

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

অক্টোবরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬৯ জন Nov 12, 2025
img
এবার রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন Nov 12, 2025
img
২৬ সালের জুন মাসে মুক্তি পাবে ‘টয় স্টোরি ৫’ Nov 12, 2025
img
ঢাকায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার Nov 12, 2025
img
রাজধানীর উত্তরায় মাইক্রোবাসে আগুন Nov 12, 2025
img
গুলশানে মির্জা ফখরুলের সাথে ইইউ রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সাক্ষাৎ Nov 12, 2025
img
অ্যাশেজে হ্যাজেলউডের খেলা নিয়ে অস্ট্রেলিয়ার শঙ্কা Nov 12, 2025
img
সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে মিথ্যা খবর, হেমার নিন্দা Nov 12, 2025