চট্টগ্রামে এ বছর প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বছরের প্রথম পাঁচ মাস চট্টগ্রামে কোনো করোনা রোগী না থাকলেও গত দুই দিনে এই তিনজন আক্রান্ত হয়েছে। তবে তারা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত, তা এখনো নিশ্চিত করতে পারেনি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
আজ মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে বিষয়টি জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশে কভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটিও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ৯ জুন চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ১৭ জনের করোনা পরীক্ষা করে দুজনের শরীরে এর জীবাণু পাওয়া গেছে।
এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৭৫ বছর ও অন্যজনের ৫৫ বছর। গত ১০ জুন চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ৪০ জনের পরীক্ষা শেষে ৩০ বছর বয়সী এক মহিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনই শহরের বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আক্রান্ত তিন জনই মোটামুটি সুস্থ আছে। এর মধ্যে দুজন বাড়ি ফিরে গেছেন। বাকি একজন চিকিৎসাধীন নিচ্ছেন। তারা আমাদের তত্ত্বাবধানে রয়েছে।’
তিনি বলেন, ‘নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে।
কিটের ঘাটতি থাকলেও আশা করছি, আগামী শনিবারের মধ্যে পেয়ে যাব। এ ছাড়া আমাদের ৮০ হাজারের মতো করোনা টিকা রয়েছে।’
এসএম/টিএ