বলিউড অভিনেতা গোবিন্দের সঙ্গে সুনীতা আহুজার দাম্পত্যের পথচলা প্রায় ৩৭ বছরের। তবে এই দীর্ঘ সম্পর্কে ছিল না একটানা সুখের স্রোত। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন গোবিন্দ-পত্নী।
সুনীতা জানান, তারকা-স্বামীর সঙ্গে সংসার করা কখনোই সহজ ছিল না। শুরুতে তাকে লুকিয়ে রাখতেন গোবিন্দ, কারণ বিবাহিত পরিচয় দিলে জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে—এমনটাই ভাবতেন অভিনেতা। তবে তিন বছরের মাথায় প্রকাশ্যে আনেন তাঁদের বৈবাহিক সম্পর্ক।
তারপরও ব্যক্তিগত জীবনে মিল-অমিল দুই-ই ছিল। বর্তমানে গোবিন্দ ও সুনীতা এক ছাদের নিচে থাকেন না। সুনীতা থাকেন সন্তানদের নিয়ে এক ফ্ল্যাটে, আর গোবিন্দ থাকেন তার উল্টো দিকের বাংলোতে।
সুনীতা বলেন, “যখন আমার সন্তান হয়, তখন গোবিন্দ শুটিংয়ে ব্যস্ত থাকত। ছোট বাচ্চা নিয়ে বাইরে যাওয়া সম্ভব ছিল না। তখন বুকের ভেতর পাথর চেপে থাকতে হতো।”
তিনি আরও বলেন, “স্বামীকে সবসময় নিজের করে পাইনি। যখন দেখতাম, তিনি সহ-অভিনেত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন, তখন নিজেকে সামলানো কষ্টকর ছিল।”
তবুও দীর্ঘ এই দাম্পত্যের ভিত্তি ছিল বিশ্বাস। সুনীতার কথায়, “আমি জানি, গোবিন্দ কখনও খুব খারাপ কিছু করেনি।”
কেএন/এসএন