‘বালিকা বধূ’ সিরিয়ালের ছোট্ট আনন্দী আজ আর ছোট্ট নেই— এখন তিনি ২৭ বছরের এক আত্মবিশ্বাসী নারী। সেই অবিকা গর সম্প্রতি জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী।
বাগদানের ছবি পোস্ট করে এক আবেগঘন ক্যাপশনে অবিকা লেখেন , “আমার জীবনের সবচেয়ে সহজ হ্যাঁ। আমি খুব নাটকীয়, সিনেমার মতো শাড়ি উড়বে এমনই স্বপ্নে থাকি। আর ও (মিলিন্দ) আমার সব স্বপ্ন বাস্তব করে।”
এর আগে ২০২০ সালে সমাজমাধ্যমে সম্পর্কের কথা জানিয়ে অবিকা লিখেছিলেন, “অবশেষে আমার প্রার্থনার ফল মিলেছে। জীবনের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি।”
তবে অবিকার জীবন সবসময় এমন রঙিন ছিল না। একবার বিদেশ সফরে গিয়ে তাকে পড়তে হয়েছিল কঠিন পরিস্থিতিতে। কাজাখস্তানে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে যৌন হেনস্তার শিকার হন তিনি।
অভিযোগ অনুযায়ী, মঞ্চের দিকে যাওয়ার সময় এক নিরাপত্তারক্ষী তাকে অশোভনভাবে ছুঁয়ে দেন। প্রথমবার বিষয়টি বুঝতে না পারলেও দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তিতে হাত ধরে ফেলেন অবিকা। পরে সেই নিরাপত্তাকর্মী ক্ষমা চেয়ে নেন। এই ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েছিলেন অভিনেত্রী।
এমন অভিজ্ঞতা সত্ত্বেও সাহসের সঙ্গে নিজের পথ তৈরি করে চলেছেন অবিকা গর। বাস্তব জীবনে আজও তার কৌতূহল ও ভালোবাসায় ভরা জীবন যেন দর্শকের কাছে এক নতুন অনুপ্রেরণা।
কেএন/এসএন