জগন্নাথদেবের স্নানযাত্রায় দিঘার নতুন নীলাচলে পুজো দিলেন টলিউড তারকাদম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে কৃষভি, যে প্রথমবার বাবা-মায়ের সঙ্গে মন্দিরে পা দিল।
পয়লা বৈশাখেও কালীঘাটে পুজো দিয়ে দিন শুরু করেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। এবার সপরিবারে হাজির হয়েছিলেন দিঘার জগন্নাথ মন্দিরে। পবিত্র তিথি উপলক্ষে মঙ্গলারতিতে অংশ নিয়ে মুগ্ধ তাঁরা।
দিঘা থেকে সংবাদ প্রতিদিন অনলাইনের সঙ্গে কথা বলার সময় শ্রীময়ী জানান, “মন্দিরে ভিড় নেই, ঠেলাঠেলি নেই, খুব শান্তিতে পুজো দিতে পেরেছি। পুরোহিতরাও খুব সহৃদয়। কাঞ্চনকে নিজে ডেকে বললেন আরতি করতে।”
মেয়ে কৃষভির প্রতিক্রিয়া নিয়েও জানালেন তিনি , “যখন পুরোহিত ওর গলায় মালা পরিয়ে দিলেন, ও খুব খুশি হয়ে যায়। আমাদেরও আনন্দে মন ভরে গেল। ওর জন্য এ দিনটা বিশেষভাবে মনে থাকবে।”
দিঘার পর্যটন ও ধর্মীয় পরিকাঠামো উন্নত হওয়ায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক-পত্নী শ্রীময়ী। তিনি বলেন , “পুরীর ভিড়, পাণ্ডার ঝামেলা—এসব দিঘায় নেই। সেই তুলনায় এখানে আসা অনেক বেশি পকেট-ফ্রেন্ডলি।”
উল্লেখ্য, কাঞ্চনের বাড়িতেও জগন্নাথদেবের পূজা হয়। বুধবার মন্দিরে পুজোর পাশাপাশি বাড়িতেও নিয়মমাফিক স্নান করিয়ে পূজা দিয়েছেন তাঁদের পুরোহিত। তবে কড়াকড়ি নিয়ম না মেনে উপোসের বদলে দুপুরে খেয়েছেন মাছ-ভাত, জানিয়েছেন শ্রীময়ী।
মন্দির প্রাঙ্গণের পরিচ্ছন্নতা, সুসংগঠিত ব্যবস্থাপনা এবং আবেগময় পরিবেশে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল তাঁদের জন্য স্মরণীয়। সোশ্যাল মিডিয়াতেও সেই অভিজ্ঞতার ছবি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী।