আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে বৃহস্পতিবার সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে পূর্বঘোষিত অবস্থান ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মচারীদের বিভিন্ন সংগঠন।

সমাবেশ থেকে অধ্যাদেশ বাতিলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে অধ্যাদেশ বাতিল না হয়, তাহলে রোববার থেকে অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করবেন কর্মচারীরা। কোনো উপদষ্টো অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলে তার পদত্যাগ দাবি করা হবে।

বৃহস্পতিবারের সমাবেশ থেকে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর মোর্চা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি বাদিউল কবীর ও কো-চেয়ারম্যন নুরুল ইসলাম যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেন। আর নতুন সাত দফা কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব নজরুল ইসলাম।

বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে সংক্ষপ্তি সমাবেশ করেন কর্মচারীরা। এরপর তারা ৪ নম্বর ভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন। কিছু সময় পর আবার তারা ৬ নম্বর ভবনের সামনে যান। সেখান থেকে ফের ৪ নম্বর ভবনের সামনে এসে অবস্থান নেন। সমাবেশে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় তারা নানা স্লোগান দেন।

সমাবেশে বাদিউল কবির বলেন, ‘আমরা সরকারি কর্মচারী। সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কাজ। আমাদের তো রাস্তায় থাকার কথা নয়। আমাদের দাবি ছিল বিতর্কিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল করতে হবে। কিন্তু এ নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। এখন আরও সাতটি দাবি নতুন করে সামনে এসেছে। আমরা দমে যাব না। থমকে দাঁড়াব না। আমরা পিছু হটব না।'

তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল করতে হবে। অন্যথায় রোববার থেকে অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।'

নুরুল ইসলাম বলেন, ‘আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার কর্মচারীদের মনোভাব বুঝতে পারবে। আমরা অশান্তি চাই না।

যেসব আমলা সরকারকে এসব বাজে আইন বিধিবিধান প্রণয়নের বুদ্ধি দিয়েছেন, তাদের অপসারণ করতে হবে। আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে। আমাদের কঠোর কর্মসূচির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা কারও পাতা ফাঁদে পা দিতে চাই না। আমাদের সব দাবি মানতে হবে। আগে বিতর্কিত সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিল করতে হবে।’

নজরুল ইসলাম বলেন, ‘১০-২০ গ্রেডের সব কর্মচারীর পদনাম পরিবর্তন করতে হবে; দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মাদক) ১০ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মতো সচিবালয়ের একই গ্রেডের কর্মচারীদের রেশন দিতে হবে; অবিলম্বে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করতে হবে; আগের মতো টাইম স্কেল ও সিলিকশন গ্রেড প্রদান করতে হবে; রাষ্ট্রপতি ও প্রধান উপদষ্টোর কার্যালয়ের মতো কর্মচারীদের ২০ শতাংশ হারে টিপটপ ভাতা প্রদান করতে হবে; ১০০ ভাগ পেনশন এবং পেনশন গ্র্যাচুটির হার ১:৫০০ টাকা নির্ধারণ করতে হবে এবং সচিবালয়ের সব ব্লকপদ বিলুপ্ত করে সমপদ, মর্যাদা ও বেতন গ্রেডে অর্ন্তভুক্ত করতে হবে। এসব কর্মচারীদের প্রাণের দাবি, কোনো ধরনের বাহানা চলবে না।’

উল্লেখ্য, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এর আগে ২২ মে উপদষ্টো পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়।

২৪ মে থেকে আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন। তারা অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসাবে অবহিত করছেন। ঈদের ছুটির পর সোমবার (১৬ জুন) ফের আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। বৃস্পতিবারও তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি আহত Oct 18, 2025
img
বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ Oct 18, 2025
img
এল ক্লাসিকোর আগে সুসংবাদ পেল বার্সেলোনা Oct 18, 2025
img
শাকিবের সঙ্গে সিনেমার প্রস্তাবটি ভুয়া মনে হয়েছিল ইধিকার Oct 18, 2025
img
এনসিপিকে বাদ দিয়ে জুলাই সনদে স্বাক্ষর ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা Oct 18, 2025
img
লালনের গানে মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক : ফরিদা আখতার Oct 18, 2025
img
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ রয়েছে : ধর্ম উপদেষ্টা Oct 18, 2025
img
মিস্টারবিস্টের সঙ্গে এক ফ্রেমে বলিউডের তিন খান, ঘটনা কী? Oct 18, 2025
img
বায়ুদূষণে আজ পঞ্চম ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Oct 18, 2025
img
জুবিন গার্গের মৃত্যুতে স্থগিত ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালের ১০ম আসর Oct 18, 2025
img
নুসরাতের পোস্টে যশের খুনসুটি মন্তব্য, লজ্জা পেলেন নায়িকা Oct 18, 2025
img
মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ Oct 18, 2025
img
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৭ জেলে আটক Oct 18, 2025
img
লিগ খেলতে অ্যাশেজে ইংল্যান্ডের কোচিং স্টাফে থাকবেন না সাউদি Oct 18, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 18, 2025
এনসিপিসহ চার বাম দলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন Oct 18, 2025
নির্বাচন কীভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের ড. ইউনূস Oct 18, 2025
আইনি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষরে অংশগ্রহণ নয় : এনসিপি Oct 18, 2025
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে ঘাটতি কমানোর কৌশল আলোচনায় Oct 18, 2025
নতুন বাংলাদেশের জন্ম হলো আজ: ড. ইউনূস Oct 18, 2025