ঢাকার ধামরাইয়ে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবু সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ। 
আজ শনিবার (২১ জুন) ভোরে সাভারের জাহাঙ্গীরনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
             
        
আবু সাঈদ ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি আবু সাঈদ।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএম/টিকে