ব্যঙ্গাত্মক ব্যানার-কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপির ৬ নেতাকে শোকজ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে নিয়ে ব্যঙ্গ করে ব্যানার-ফেস্টুন ছাপানো ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার (২১ জুন) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকজ করা নেতারা হলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান এবং মঈনুল আলম ছোটন। শোকজপ্রাপ্ত নেতারা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী হিসেবে পরিচিত।

জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, গত ১০, ১১ ও ১২ জুন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও আহ্বায়ক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে উসকানিমূলক, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে। একই সঙ্গে ব্যঙ্গাত্মক ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং দলবিরোধী আচরণ করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনার ভিডিও ও ছবিসহ সব তথ্য জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে।

নোটিশে আরো বলা হয়, এসব কর্মকাণ্ড দলের রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল।

এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সাংগঠনিক ঐক্য বিঘ্নিত হয়েছে। তাই কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিবের সামনে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন জানান, সিনিয়র নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও ব্যানার প্রদর্শনের দায়ে এ শোকজ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শোকজ পাওয়া নেতাদের একজন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া নিজেই বিভিন্ন সভা-সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে ‘ব্যারাজ্জা’, ‘কুত্তা’ ইত্যাদি অশালীন শব্দ ব্যবহার করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেছেন। তিনি দাবি করেন, ইদ্রিস মিয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পণ্ড করতে প্রশাসনের মাধ্যমে ১৪৪ ধারা জারির চেষ্টা করেছিলেন, যা ব্যর্থ হয়। এরপর উল্টো প্রতিবাদকারী নেতাদের শোকজ করে হয়রানি করা হচ্ছে।

খোরশেদ আলম আরো জানান, ইদ্রিস মিয়ার বিরুদ্ধে তারা ১৪ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অথচ যিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাকে শোকজ না করে বরং প্রতিবাদকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে, যা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপিতে দ্বন্দ্ব-সংঘাতের পরিবেশ বিরাজ করছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ও সদস্য এনামুল হক এনাম দুইটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Nov 04, 2025
img
শেরপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা Nov 04, 2025
img
মেহেরপুরে প্রার্থী তালিকা বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Nov 04, 2025
img
এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত Nov 04, 2025
img
পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নয় : ইরান Nov 03, 2025
img
মেয়েদের হেড কোচকে বিদায় জানালো পিসিবি Nov 03, 2025
img
রেনুকা-ক্রান্তিকে কোটি রুপি পুরস্কার দিবেন দুই মুখ্যমন্ত্রী Nov 03, 2025
img
মায়ের পুরোনো আসনে তারেক রহমানের প্রথম নির্বাচন Nov 03, 2025
img
ট্রাম্পের কড়া বার্তা, ’মামদানি নিউইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধ হবে’ Nov 03, 2025
img

২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা

জেলায় জেলায় আনন্দ মিছিল বিএনপি সমর্থকদের Nov 03, 2025
img
বিএনপির মনোনয়ন পেয়ে আনন্দ মিছিল করতে নিষেধ করলেন শামা ওয়াবেদ Nov 03, 2025
img
নেইমার-মেসি আবারও এক ক্লাবে, ‘এমএসএন’ পুনর্জন্মের স্বপ্ন Nov 03, 2025
img
বিএনপির বঞ্চিত তরুণদের মনোনয়নের আহ্বান জানাল এনসিপি Nov 03, 2025
img
মামদানি নিউইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের Nov 03, 2025
img
ভারতের বিশ্বকাপজয়ী নারী দলের সাথে দেখা করবেন মোদি Nov 03, 2025
img
সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীকে দলীয় প্রার্থী ঘোষণা করল বিএনপি Nov 03, 2025
img
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক Nov 03, 2025
img
বিএনপির প্রার্থী তালিকায় নেই দুদুর নাম Nov 03, 2025
img
লন্ডন টাওয়ার ব্রিজের পাশে অপু বিশ্বাসের নতুন লুক Nov 03, 2025
img
সামিতের দুর্দান্ত পারফরম্যান্স, ফাইনালে ক্যাভালরি Nov 03, 2025