শিশু স্বাস্থ্য সুরক্ষায় টিকাদানের গুরুত্ব নিয়ে বিশেষজ্ঞদের বিশেষ সম্মেলন

শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে সময়মতো টিকাদানের গুরুত্ব তুলে ধরতে বিশেষজ্ঞদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘এক্সপেন্ডিং প্রটেকশন এগেইনস্ট চাইল্ডহুড ইনফেকশাস ডিজিজেস থ্রু ভ্যাকসিনেশন’ শীর্ষক সম্মেলন শনিবার (২১ জুন) রাতে হলিডে ইন ঢাকার ইলিশ হলরুমে অনুষ্ঠিত হয়।

সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস পিএলসি আয়োজিত এই অনুষ্ঠানে টিকাদান নিয়ে আলোচনা করেন দেশের শীর্ষ শিশু বিশেষজ্ঞরা। তারা জানান, বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, আর এই প্রেক্ষাপটে শিশুদের রোগ প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী টিকাদান অত্যন্ত জরুরি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিলিপাইনের ইউনিভার্সিটি অফ দ্য ফিলিপিন্স ম্যানিলা ফিলিপাইন জেনারেল হাসপাতালের শিশু সংক্রামক ও ট্রপিকাল ডিজিজ বিভাগের প্রধান প্রফেসর ড. আনা লিসা টি. ওং-লিম। তিনি তার গবেষণাভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শিশুদের মারাত্মক রোগ থেকে বাঁচাতে টিকাদান কার্যক্রমকে আরো বিস্তৃত করতে হবে।

প্যানেল আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. এম ইশতিয়াক হোসেন, প্রফেসর ড. এ আর এম লুতফুল কবির, এবং প্রফেসর ড. মো. আবিদ হোসেন মোল্লাহ। তারা শিশুদের নিউমোনিয়া, মেনিনজাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস-এ এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জার মতো রোগ প্রতিরোধে টিকাদানের ভূমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেই সঙ্গে বাংলাদেশের শিশু স্বাস্থ্যব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য বেশ কিছু কার্যকর উদ্যোগের পরামর্শ দেন।

আলোচনায় উঠে আসে ছয়টি গুরুত্বপূর্ণ শিশু টিকা— Hexaxim, Tetraxim (বুস্টার), Menactra (মেনিনজাইটিস), Typhim VI (টাইফয়েড), Avaxim (হেপাটাইটিস A) এবং Vaxigrip Tetra (ইনফ্লুয়েঞ্জা)— যেগুলো বিশ্বখ্যাত ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান Sanofi Pasteur কর্তৃক তৈরি।

বিশেষজ্ঞরা জানান, যদিও সরকারের ইপিআই (Expanded Programme on Immunization) এর আওতায় কিছু টিকা দেওয়া হয়, তবুও অনেক বুস্টার ডোজ ও উন্নত টিকা শুধুমাত্র বেসরকারিভাবে পাওয়া যায়। এই গ্যাপ পূরণ করা এখন সময়ের দাবি।

সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৮০ জনের বেশি শিশুরোগ বিশেষজ্ঞ। তারা শিশুদের সংক্রামক রোগ এবং নতুন টিকা নিয়ে সমসাময়িক জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে সাইনোভিয়া ফার্মা পিএলসির পরিচালক (মার্কেটিং এন্ড সেলস সায়েদ) এ বি তাহমিদ সকল শিশুরোগ বিশেষজ্ঞ, মূল বক্তা ও বিশেষ আলোচক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনে যে মূল্যবান অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় হয়েছে, তা বাংলাদেশে শিশু টিকাদানের পরিসর বাড়াতে এবং প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যৎ কার্যক্রমে অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরো জানান, সাইনোভিয়া ফার্মা পিএলসি বাংলাদেশের শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দেশব্যাপী শিশু টিকাদান কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

এই সম্মেলনের সফল আয়োজন দেশের শিশুরোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।

পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আরেকটি সম্মেলন গতকাল ২০ জুন (শুক্রবার) রাতে দ্য পেনিনসুলা চট্টগ্রাম'র ডালিয়া হলরুমে অনুষ্ঠিত হয়।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মাদককাণ্ডে নাম জড়ানোর অভিযোগকে ভিত্তিহীন বললেন সাফা কবির Sep 10, 2025
img
বার্সার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে রাজনীতির মাঠে নামছে মেসি! Sep 10, 2025
img
আমি বরাবরই খুব ইমোশনাল: শ্রাবন্তী Sep 10, 2025
ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন ফারুকী Sep 10, 2025
img
লুটপাট, হামলা বন্ধ করুন : নেপালের সেনাপ্রধান Sep 10, 2025
img
বিশ্বকাপের আগে বাছাইপর্বের ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ব্রাজিলের Sep 10, 2025
img

ডাকসু নির্বাচন

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার Sep 10, 2025
img
ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলকে ২ দাবি উপস্থাপন করলেন মির্জা গালিব Sep 10, 2025
img
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ Sep 10, 2025
img
ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে : চিফ প্রসিকিউটর Sep 10, 2025
img
বহুজাতিক কোম্পানির অর্থপাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজর Sep 10, 2025
img
নেপালে দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি Sep 10, 2025
img
বাংলাদেশ নিয়ে ভুল বার্তা দেয়া হচ্ছে, আমরা ভালো আছি : জয়া Sep 10, 2025
img
কাতারে হামলার সিদ্ধান্ত নেতানিয়াহুর, আমার নয় : ট্রাম্প Sep 10, 2025
img
বিজয় তখনই পূর্ণ হবে যখন প্রতিশ্রুতি পূরণ করতে পারবো: এজিএস মহিউদ্দীন Sep 10, 2025
img
ডাকসু নির্বাচন: একসঙ্গে প্রথমবারের মতো জয়ী হলেন স্বামী-স্ত্রী Sep 10, 2025
img
ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে : সাদিক Sep 10, 2025
img

ডাকসু নির্বাচন

নিজ হাতে ভোট দিলাম, আমার ভোট গেলো কই: সজীব Sep 10, 2025
img
বিজয়ে অতি উল্লসিত হওয়ার কিছুই নেই : শিশির মনির Sep 10, 2025
img
শিবিরকে ভোট দিয়েছে ছাত্রলীগ : আসাদুজ্জামান রিপন Sep 10, 2025