ঢাকায় হবে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন, নেতৃত্বে থাকবে বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় তিন দিনের আঞ্চলিক সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সার্কভুক্ত আটটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিতে স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (২৫ জুন)।

ইউজিসির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। তিনি বলেন, এই সম্মেলন ইউজিসির একক আয়োজন নয়, এটি জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং শিক্ষায় উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষায় নতুন গতি সঞ্চার করবে এই সম্মেলন।

তিনি আরও বলেন, সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। অভিজ্ঞতা, গবেষণা এবং উদ্ভাবনী চিন্তাভাবনার বিনিময়ে আঞ্চলিকভাবে উচ্চশিক্ষার একটি শক্তিশালী ভিত্তি গড়ে উঠবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং প্রফেসর ড. মো. সাইদুর রহমানকে যথাক্রমে আয়োজক কমিটি ও টেকনিক্যাল কমিটির আহ্বায়ক করা হয়। এ দুটি কমিটিতে ইউজিসির সদস্যসহ শিক্ষা, পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় অংশ নেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক লোকমান হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার ড. মো. মাহমুদ-উল-হকসহ ইউজিসি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শকরা।

সভায় সম্মেলনের বিষয়বস্তু নির্ধারণ, অতিথি নির্বাচন, অনুষ্ঠানস্থল চূড়ান্তকরণ, সাংস্কৃতিক আয়োজন এবং ঢাকা ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিসেম্বরে হবে তিন দিনের সম্মেলন

চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় তিন দিনের এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হবে।

এই সম্মেলনে সার্কভুক্ত আটটি দেশের ইউজিসি প্রতিনিধিদের পাশাপাশি আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশের অংশগ্রহণকারী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকদের আমন্ত্রণ জানানো হবে।

সম্মেলনের লক্ষ্য হলো দক্ষিণ এশীয় ইউজিসিগুলোর মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন, গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে যৌথ পরিকল্পনা প্রণয়ন এবং উচ্চশিক্ষা ব্যবস্থায় আঞ্চলিক সহযোগিতার কাঠামো তৈরি করা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্মেলনটি ইউজিসি বাস্তবায়নাধীন ও বিশ্ব ব্যাংক অর্থায়িত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হবে।

টিকে

Share this news on:

সর্বশেষ

img
অন্তঃসত্ত্বা অবস্থায় সঙ্গীর পাশে থাকা খুব জরুরি বলে মনে করেন শ্রিয়া সরন Jan 27, 2026
ফার্মহাউস, ব্র্যান্ড আর কোটি টাকার শখ Jan 27, 2026
কাজের বন্ধনই প্রেমের জন্ম দিতে পারে! Jan 27, 2026
img
ইন্টারন্যাশনাল নয়, আইসিসি হলো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল : আফ্রিদি Jan 27, 2026
বনগাঁয় পারফর্ম করতে গিয়ে ভক্তদের লাঞ্ছনা! Jan 27, 2026
জামায়াত আমিরের কাছে কী কী চায় যশোরবাসী? Jan 27, 2026
হাঁস মার্কা চাঁন্দাবাজির বিরুদ্ধের মার্কা: রুমিন ফারহানা Jan 27, 2026
পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার, যা বললেন হেমা চাকমা। Jan 27, 2026
ধানের শীষ নয়, হাঁস প্রতীকে ভোটের লড়াইয়ে রুমিন ফারহানা Jan 27, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক, মানতে হবে ইসির নির্দেশ Jan 27, 2026
img
জেআইসি সেল ও টিএফ আই সেলে গুমের দুই মামলায় সাক্ষ্যগ্রহণ আজ Jan 27, 2026
img
বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা Jan 27, 2026
img
প্রসেনজিতের পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় খুশির হাওয়া পরিবারে Jan 27, 2026
img
ভারত-রাশিয়ার মধ্যে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর Jan 27, 2026
img
নির্বাচনের জন্য চার দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা Jan 27, 2026
img
সাহেব-সুস্মিতার সম্পর্ক ঘিরে বিয়ের গুঞ্জন Jan 27, 2026
img
সারাদেশে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় ২৪ হাজার শিক্ষার্থী Jan 27, 2026
img
বিশ্বকাপ যাত্রায় ভিসা সংক্রান্ত জটিলতা স্কটল্যান্ডের Jan 27, 2026
img
টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে Jan 27, 2026
img
বিয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়-রাশমিকাকে ঘিরে এল নতুন খবর Jan 27, 2026