আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫: নেপালে যাচ্ছে ৮০ জনেরও বেশি বাংলাদেশি

দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১২০ জনেরও বেশি তরুণ জলবায়ু কর্মী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবী একত্রিত হতে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প ২০২৫-এ। এটি একটি তরুণ-নেতৃত্বাধীন উদ্যোগ, যা জলবায়ু শিক্ষা, নীতিনির্ধারণী সংলাপ, আন্তঃসীমান্ত সহযোগিতা এবং কমিউনিটি-ভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করছে। আগামী ৪ থেকে ৮ জুলাই নেপালের হিমালয়ের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নাগারকোটে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প।

নেপালের পরিবেশবিষয়ক সংগঠন ল্যান্ড ফর ফিউচার – নেপাল-এর সঙ্গে যৌথভাবে এই আয়োজন করেছে বাংলাদেশের দুটি সংস্থা সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (CAPS) ও মিশন গ্রিন বাংলাদেশ। ক্যাম্প আয়োজনের সহযোগী হিসেবে থাকছে C3ER (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), ICIMOD, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, OCREEDS, কাঠমাণ্ডু বিশ্ববিদ্যালয়, অ্যাকশনএইড বাংলাদেশ, JetNet-BD, SRCL, গ্লোবাল ইয়ুথ প্ল্যাটফর্ম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং নেপাল ট্যুরিজম বোর্ড।

এছাড়াও, বাংলাদেশি অংশগ্রহণকারীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড় দিচ্ছে এই উদ্যোগের এয়ারলাইন পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার আগারগাঁওয়ে পর্যটন ভবনের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পটিতে বাংলাদেশ থেকে ৮০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। যাদের মধ্যে রয়েছেন গবেষক, পরিবেশ কর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, তরুণ নেতা, শিক্ষার্থী ও উন্নয়নকর্মী। এর মধ্যে ২১ জন অংশগ্রহণকারী সম্পূর্ণ স্কলারশিপে নির্বাচিত হয়েছেন, যা অ্যাকশনএইড বাংলাদেশ, JetNet-BD, C3ER এবং ICIMOD-এর সহায়তায় প্রদান করা হয়েছে। আরও ১৫ জন পেয়েছেন আংশিক অর্থায়ন।

ক্যাম্পে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে নেপাল সরকারের কর্মকর্তা ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত মেন্টর ও বক্তা হিসেবে অংশ নিচ্ছেন।

আঞ্চলিক নীতিনির্ধারক, জলবায়ু বিজ্ঞানী ও শিক্ষাবিদদের উপস্থিতিতে ক্যাম্পে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় সম্মেলন এবং নবায়নযোগ্য শক্তি, অভিযোজন নীতি ও তরুণ নেতৃত্বে উদ্ভাবন বিষয়ে প্যানেল আলোচনা; পুনর্ব্যবহারযোগ্য শক্তি, ইকো-উদ্যোক্তা ও প্রকৃতি-ভিত্তিক সমাধান নিয়ে টেকসই জীবনের কর্মশালা; বৃক্ষরোপণ, টেকসই কৃষি এবং সাংস্কৃতিক বিনিময় বিষয়ক কমিউনিটি কার্যক্রম; পরিবেশ সচেতনতা ও সংহতি বৃদ্ধিতে ট্রেকিং ও ক্যাম্পফায়ার এবং সেরা উপস্থাপনা ও জলবায়ু যোগাযোগ উদ্ভাবনকে স্বীকৃতি প্রদান।

সংবাদ সম্মেলনে অন্যতম আয়োজক সংস্থা সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (CAPS)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, “এই ক্যাম্প শুধু একটি ইভেন্ট নয়, বরং এটি এক ধরনের আন্তঃসীমান্ত আন্দোলন যা একটি জলবায়ু-সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে।”

মিশন গ্রিন বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, “জলবায়ু সহনশীলতা হতে হবে স্থানীয়ভাবে প্রোথিত এবং আঞ্চলিকভাবে ভাগাভাগি করা — এই ক্যাম্প সেই সম্মিলিত ভবিষ্যতের একটি পদক্ষেপ।”

আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্প ২০২৫ দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক, তরুণ-নেতৃত্বাধীন ও সমাধান-কেন্দ্রিক জলবায়ু কার্যক্রমের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেও আশা প্রকাশ করেন আহসান রনি।

আরএম 

Share this news on:

সর্বশেষ

১০ কৌশলে ব্যবহৃত হচ্ছে ডিপফেক-চিপফেক Jan 11, 2026
img
ব্যাংক ঋণের জন্যও তদবির করতে ঢাকায় যেতে হয়: আমীর খসরু Jan 11, 2026
img
খালেদা জিয়া জাতির আস্থাশীল অভিভাবক ছিলেন : অমিত Jan 11, 2026
ডিবির হাতে আটক মুসাব্বিরের ঘাতকরা! Jan 11, 2026
যাদের জানাযা পড়তেন না নবীজি Jan 11, 2026
ঢাবিতে চালু হচ্ছে সন্ধ্যাকালীন বাস! ডাকসু নিয়েছে আরও যেসব উদ্যোগ Jan 11, 2026
স্টাইল স্টেটমেন্টে ভাইরাল আলিয়া Jan 11, 2026
সিনেমার সাফল্যে দীপিকার মুচকি হাসি Jan 11, 2026
img
'এটা নিয়ে আমি চিন্তাও করি না', বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শান্ত Jan 11, 2026
img
প্রতিশ্রুতির চেয়েও পাঁচগুণ বেশি কাজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি: সাদিক কায়েম Jan 11, 2026
img
জেতার জন্য সবাইকে আরও বেশি দায়িত্ব নিতে হবে: সোহান Jan 11, 2026
img
সাবেক আইনমন্ত্রী ও তার বান্ধবীসহ ৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা Jan 11, 2026
img
গোপন তথ্য ফাঁসের অভিযোগে খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা! Jan 11, 2026
img
চট্টগ্রামে আগুনে পুড়ল ৬ বসতঘর Jan 11, 2026
img
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আখতার হোসেনের Jan 11, 2026
img
দুই দফা ফোনালাপের পর জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ Jan 11, 2026
img
ফোনালাপের পর জেদ্দায় সরাসরি বৈঠকে বসেছেন তৌহিদ হোসেন ও ইসহাক দার Jan 11, 2026
img
বিমান দুর্ঘটনায় প্রাণ গেল কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পীর Jan 11, 2026
img

স্প্যানিশ সুপার কোপা

এল ক্লাসিকো ফাইনালে রিয়াল-বার্সেলোনার মাঝে কে ফেবারিট? Jan 11, 2026
img
প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ তারকা কাজ করেছিলেন সালমানের সঙ্গে Jan 11, 2026