পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি পুনর্গঠনের দাবি

অপারেশন সিঁদুরে পাকিস্তানে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলো দেশটির সেনাবাহিনী, আইএসআই এবং সরকারি সংস্থাগুলো সম্বনয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক ভারতীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

দেশটির গোয়েন্দা সূত্রের মতে, মে মাসে পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া অপারেশন সিন্দুরের সময় ভারতীয় সেনাবাহিনী যে সন্ত্রাসী লঞ্চপ্যাড এবং প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছিল পাকিস্তান সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

সূত্রটি জানিয়েছে, বিশেষ করে পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) এবং সংলগ্ন এলাকায় পাকিস্তান সেনাবাহিনী তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সরকার এই সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণের জন্য যথেষ্ট অর্থায়ন এবং পূর্ণ সহায়তা দিচ্ছে।

গত সাত মে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী শিবিরে নির্ভুল হামলা চালায়। এর মধ্যে রয়েছে তিনটি প্রধান সন্ত্রাসী সংগঠন জৈশ-ই-মোহাম্মদ (জেইএম), লস্কর-ই-তৈয়বা (এলইটি) এবং হিজবুল মুজাহিদিনের আস্তানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল বাহাওয়ালপুরে জৈশ-ই-মোহাম্মদের সদর দপ্তর, যা জৈশ-ই-মোহাম্মদের অভিযানের কেন্দ্রস্থল বলে বিবেচিত হয়।

গোয়েন্দা সংস্থাগুলোর ইঙ্গিত, পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনগুলো আইএসআইয়ের সহযোগিতায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ঘন জঙ্গলে উচ্চ প্রযুক্তির ছোট সন্ত্রাসী শিবির তৈরির চেষ্টা করছে। সূত্রের মতে, নজরদারি এবং বিমান হামলা এড়াতে এই কৌশলটি করা হয়েছে।

বর্তমানে পুনর্নির্মিত শিবিরগুলো লুনি, পুটওয়াল, তাইপু পোস্ট, জামিলা পোস্ট, উমরানওয়ালি, চাপরার, ফরোয়ার্ড কাহুতা, ছোট চক এবং জাঙ্গলোরার মতো এলাকায় অবস্থিত। এই শিবিরগুলোতে থার্মাল ইমেজার, ফোলিয়েজ পেনিট্রেশন রাডার এবং স্যাটেলাইট নজরদারি মোকাবেলা করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই পাক অধিকৃত কাশ্মীরে ১৩টি লঞ্চিং প্যাড পুনর্নির্মাণ করছে, যার মধ্যে রয়েছে কেল, শারদি, দুধনিয়াল, আথমুকাম, জুরা, লিপা ভ্যালি, পাচিবান চামান, তান্ডপানি, নায়ালি, জানকোট, চকোটি, নিকাইল এবং ফরওয়ার্ড কাহুতা।

এছাড়া অপারেশন সিঁদুরের সময় আন্তর্জাতিক সীমান্তে চারটি সন্ত্রাসী লঞ্চপ্যাড ভেঙে ফেলা হয়েছিল, সেগুলো পুনরায় সক্রিয় করা হচ্ছে। এর মধ্যে নিয়মিত পাকিস্তান রেঞ্জার্স পোস্টও রয়েছে।

আন্তর্জাতিক সীমান্তে আইএসআইয়ের নতুন কৌশল

জম্মু সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে মাসরুর বড় ভাই, চাপরার, লুনি এবং শকরগড়ে একটি ড্রোন কেন্দ্রসহ চারটি লঞ্চপ্যাড পুনর্নির্মাণ করছে আইএসআই। তাদের নতুন কৌশল, যাতে সন্ত্রাসীদের সংখ্যা এবং একই স্থানে হামলার সম্ভাবনা কমানো যায়।
প্রতিটি মিনি-ক্যাম্পের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে ধারনা করা হচ্ছে। বিশেষ করে প্রশিক্ষিত পাকিস্তানি সেনা সদস্যরা সেগুলো তদারকি করবেন। এই রক্ষীরা থার্মাল ইমেজার, নিম্ন-ফ্রিকোয়েন্সি রাডার সিস্টেম এবং ড্রোন-বিরোধী প্রযুক্তি দিয়ে সজ্জিত থাকবে।

এফপি/ টিকে 

Share this news on:

সর্বশেষ

এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই, সুপার ফোর নিশ্চিত কার? Sep 15, 2025
img
আলোচনা ভেস্তে দিতেই দোহায় হামলা : কাতারি আমির Sep 15, 2025
img
তিস্তা প্রকল্পে আগ্রহী চীন, পাঠাচ্ছে কারিগরি বিশেষজ্ঞ দল Sep 15, 2025
img
ভাঙ্গায় পুলিশের গাড়ি ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৮ গাড়ি ও ১৯ মোটরসাইকেল Sep 15, 2025
img

কাতারে হামলা

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Sep 15, 2025
img
দেশবাসী আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন : জামায়াত সেক্রেটারি Sep 15, 2025
img
লেভেল ফোর কোচিং শেষ করলেন মঞ্জু Sep 15, 2025
img
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের Sep 15, 2025
img
বিসিবি নির্বাচনে খেলোয়াড় প্রতিনিধি চায় কোয়াব! Sep 15, 2025
img
নয় ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ইডির দপ্তর থেকে বের হলেন মিমি Sep 15, 2025
img
আমরা ১৭ বছর ক্ষমতায় নাই, তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি: শামা ওবায়েদ Sep 15, 2025
img
আদালতকেন্দ্রিক ড্রামায় শাহ্‌ বানু চরিত্রে ইয়ামি গৌতম Sep 15, 2025
img
মাঝআকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী Sep 15, 2025
রানীর মতো ফিরলেন অপু বিশ্বাস, ব্রাইডাল লুকে মুগ্ধ ভক্তরা Sep 15, 2025
‘আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম’ হেনস্তা নিয়ে মুখ খুললেন সোহা Sep 15, 2025
আশা টিকে আছে! সুপার ফোরে উঠতে বাংলাদেশের সামনে তিনটি পথ Sep 15, 2025
ইউরোপে তিন পরাশক্তির জয়ের হ্যাটট্রিক Sep 15, 2025
গতকালের ঘটনার যে ব্যাখ্যা দিলেন সূর্যসেন হলের ভিপি Sep 15, 2025
৪৫বছরেও আলোর মুখ দেখেনি কুমিল্লা-ঢাকা সরাসারি রেল যোগাযোগ Sep 15, 2025
রাশিয়া জানালো, ভারত-বিরোধী যে কোনো পদক্ষেপ ফলহীন! Sep 15, 2025