ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ রোববার (২৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জনির বাবা ইয়াকুব আলী এ অভিযোগ দায়ের করেন।

২০১৫ সালের ২০ জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নুরুজ্জামান জনি নিহত হন। এর প্রায় ১০ বছর পর গত বছরের ৩ সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলীর করা খিলগাঁও থানার মামলায় সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৯ জানুযারি সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে নুরুজ্জামান জনি ও তার সহপাঠী মইনসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে যান। কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে আসামিরা জনি ও মইনকে ডিবি পরিচয় দিয়ে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালায়। পরে তাদের ডিবি ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়েও নির্যাতন চালানো হয়।

তখন নুরুজ্জামান জনির সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুনিয়া পারভিনসহ আত্মীয়স্বজনরা খিলগাঁও থানা, ডিবি দক্ষিণ অফিস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিসসহ বিভিন্ন থানায় হন্যে হয়ে খুঁজে বেড়ান। আসামিরা জনিকে আটক করেননি বলে জানান। দুদিন ধরে খোঁজাখুঁজি করার পরও জনির কোনো সন্ধান পাওয়া যায়নি।

২০ জানুয়ারি রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানার জোড়াপুকুর খেলার মাঠের আশপাশের মানুষজন চিৎকার শুনতে পান। নির্যাতিত ব্যক্তিটি ‘পানি পানি’ বলে চিৎকার ও ‘মা মা’ বলে আর্তনাদ করতে থাকেন।

ঘটনাস্থলের এলাকার পাশে সি-ব্লকের বাসিন্দা লাভলী বেগম ওই রাতের কান্নার শব্দ শুনেছেন বলে জানান। এ-ব্লকের বাসিন্দা সাইফুদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার সেতু জানান, রাত ৩টার দিকে ‘ও মাগো, মা, মা.. বাঁচাও’ বলে কয়েকবার চিৎকার শুনেছেন।

ভোর রাতে বাদীসহ সাক্ষী ও প্রতিবেশীরা খিলগাঁও থানার জোড়াপুকুর মাঠের দিকে গিয়ে পুলিশের উপস্থিতি দেখতে পান। আসামিরা বলেন যে, নুরুজ্জামান জনি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

বাদী ও সাক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যান এবং সেখানে গিয়ে দেখতে পান নুরুজ্জামানের বুকের বামে, ডান দিকে, দুই হাতের তালুতে ১৬টি গুলির চিহ্ন। তার পুরো শরীর গুলিতে ঝাঁঝরা করে ফেলেছে। শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জিজ্ঞাসা করলে তারা কর্কশ ভাষায় গালিগালাজ করেন। মরদেহ গ্রহণ না করলে মামলা দেওয়ার হুমকি দেন।


পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সুনামগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার Aug 15, 2025
img
জামায়াত ও এনসিপির চাপে বেকায়দায় পড়বে বিএনপি : মোস্তফা ফিরোজ Aug 15, 2025
img
চিকিৎসার জন্য লন্ডন যাবেন খন্দকার মোশাররফ Aug 15, 2025
img
সাময়িক বরখাস্ত হলেন এএসপি আরিফুজ্জামান Aug 15, 2025
img
নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল নরওয়ে Aug 15, 2025
আ.লীগ সন্দেহে বিএনপি নেতাকর্মীদের হাতে আটক আরও একজন! Aug 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 15, 2025
পুতিনের কূটকৌশল মোকাবিলায় জেলেনস্কির সতর্কবার্তা! Aug 15, 2025
বরিশালে শিক্ষার্থীদের ওপর স্টাফদের হামলার অভিযোগ Aug 15, 2025
ইতিহাস গড়ছে তুরস্কের মেগা করিডোর! Aug 15, 2025
লাইসেন্স প্রিন্ট বন্ধ, শুধু ডিজিটাল হবে! Aug 15, 2025
ভোর রাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে Aug 15, 2025
লায়লার করা মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন যা বলছেন লায়লার আইনজীবী | Aug 15, 2025
মুস্তাফিজ যাচ্ছেন আমিরাতে, সাকিব লড়বেন সিপিএলে নতুন দলের হয়ে Aug 15, 2025
img
সিপিএলে সাকিবের ম্যাচ কখন, জেনে নিন সময়সূচি Aug 15, 2025
img
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদের হিসাব তলব করেছে দুদক Aug 15, 2025
img
প্রেক্ষাগৃহে ঝড় তুললো ‘ধূমকেতু’, ভক্তদের বিশেষ বার্তা দিলেন দেব! Aug 15, 2025
img
বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনএকে প্রধান উপদেষ্টা Aug 15, 2025
img
যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : প্রধান উপদেষ্টা Aug 15, 2025
img
১৫ আগস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার Aug 14, 2025