ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি ও আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদিকে ১০ কোটি ৬৫ লাখ রুপি জরিমানা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’-এর নিয়ম ভাঙায় এই জরিমানা হয়েছে ললিতের।
ভারতের শীর্ষ আদালতে পিটিশন জমা দিয়েছেন ললিত মোদি। জরিমানার অর্থ বোর্ডের কাছে দাবি করেছিলেন তিনি। সেই দাবি খারিজ করে বোম্বে হাই কোর্ট। উল্টো তাকে ১ লাখ রুপি জরিমানা করে আদালত। সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গিয়েছেন ললিত।
ললিত তার আবেদনে জানিয়েছেন, যখন ইডি তাকে জরিমানা করে তখন তিনি বোর্ডের কর্তা ছিলেন। সেই কারণে, বোর্ডের সংবিধান অনুযায়ী সেই ক্ষতিপূরণ তাদেরই দিতে হবে। অর্থাৎ, জরিমানার অর্থ বোর্ডকে দিতে হবে। এই একই আবেদন অবশ্য তিনি বোম্বে হাই কোর্টেও করেছিলেন। সেখানে তার আবেদন খারিজ হয়ে যায়।
এর আগে ললিতের আবেদনের শুনানিতে বোম্বে হাই কোর্টের দুই বিচারপতি এমএস সোনাক ও জিতেন্দ্র জৈনের বেঞ্চ জানায়, ললিতের আবেদনের কোনো সত্যতা নেই। আদালতের সময় নষ্ট করা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অসম্মানের জন্য জরিমানা করা হয় ললিতকে।
শুনানিতে ২০০৫ সালের সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা তুলে ধরেন বিচারপতিরা। তারা জানান, ভারতীয় সংবিধানের ১২ নম্বর ধারা অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত সংস্থা। কোনো স্টেট-এর আওতায় পড়ে না। তাই যে অভিযোগ ললিত করেছেন, তা সম্পূর্ণ ভুল।
এমআর/টিকে