ইসরায়েলের সঙ্গে যুদ্ধে কারণে ইরানে আটকা পড়া ২৮ বাংলাদেশি দেশে পৌঁছেছেন। পাকিস্তান ও দুবাই হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন তারা।
ফিরে আসাদের মধ্যে একজন গুলশানের বাসিন্দা সালেক আহমেদ। ভ্রমণ ও চিকিৎসার জন্য গত ৬ জুন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ইরানে গিয়েছিলেন তিনি।
১৩ জুন ফেরার কথা ছিল তাদের। কিন্তু ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে গেলে তেহরানে তারা আটকা পড়েন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরান-বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আজ তারা দেশে ফিরেন।
সালেক আহমেদের সঙ্গে দেশে ফেরা অন্যরাও বিভিন্ন প্রয়োজনে ইরানে গিয়েছিলেন।
দেশে ফিরে এসে তুলে ধরেছেন যুদ্ধের ভয়াবহ স্মৃতির কথা। এ সময় তারা ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকার।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়।
কেএন/টিকে