মঙ্গলবার সকাল থেকেই জোড়া ডিভোর্সের খবর। বাংলা টেলিভিশনের একের পর এক জুটির বিয়ে ভাঙার খবর আসছে এদিন সকাল থেকেই। প্রথম খবরের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও এক ডিভোর্সের খবরে হতবাক অনুরাগীরা। পর্দায় তাঁরা প্রত্যেকেই তাঁদের বড় পছন্দের মানুষ।
প্রথমে খবর আসে সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর ডিভোর্সের। এদিন সুস্মিতার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সেই খবর সোশাল মিডিয়ায় তুলে ধরেন সুস্মিতার সাংবাদিক স্বামী সব্যসাচী চক্রবর্তী। সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক! বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দু তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে। এই পোস্ট দু তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। প্লিজ’
প্রথম খবরে ধাতস্থ হয়ে ওঠার আগেই এদিন বিকেলে আসে টেলিদুনিয়ায় আরও এক জুটির ডিভোর্সের খবর। ঘর ভাঙছে দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তীর। এই মুহূর্তে দীপ্সিতা অভিনয় করছেন ভিডিও বউমা ধারাবাহিকে। অন্যদিকে কৌশিক অভিনয় করছিলেন ‘রোশনাই’ ধারাবাহিকে। এদিন নিজের ইনস্টাগ্রামে দীপ্সিতা একটি পোস্ট করে জানান তাঁদের ঘর ভাঙার কথা। অভিনেত্রী লেখেন, ‘আমি ও কৌশিক আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে নেই। আমরা আমাদের বিয়েটা টিকিয়ে রাখার জন্য অনেকরকম চেস্টা করেছি কিন্তু শেষ অবধি পারলাম না। আমরা আপনাদের কাছে বিনীত অনুরধ জানাচ্ছি দয়া করে আমাদের পাশে থাকবেন ও আমাদের গোপনীয়তা বজায় রাখবেন।’

২০২২ সালে ২ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন কৌশিক ও দীপ্সিতা। ‘আলো ছায়া’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে ভালোবাসার সম্পর্কের শুরু। কয়েকমাসের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই ঘর শেষ অবধি টিকল না। সংবাদমাধ্যমকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে কৌশিক বলেছেন, “এই পরিস্থিতিতে ঠিক কী করা উচিত আমরা জানি না। আমরা দু’জনেই নিজেদের নিজেদের মতো করে গোছানোর চেষ্টা করছি। বেশ কিছুদিন ধরেই আমরা আলাদা থাকছিলাম। আমাদের দু’জনেরই একটু সময় দরকার।
আরআর/এসএন