ছোটপর্দার বেশ পরিচিত মুখ রাহুল দেব বসু। কাজ করেছেন বড়পর্দাতেও। সম্প্রতি তিনি পা রেখেছেন বলিউডেও। ফলে কেরিয়ারের দিকে যে দারুণ ব্যস্ত সেটা বলাই যায়। কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘমামা'। এই মেগায় রাহুলকে 'প্রকাশ'-এর চরিত্রে দেখেছেন দর্শক।
নীরজ পাণ্ডের সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর মাধ্যমে বলিউডে পা রাখেন রাহুল। যদিও এর আগে বেশকিছু বিজ্ঞাপনের শুটেও দেখা গিয়েছিল তাঁকে। কিছুদিন আগে আবারও মুম্বই পাড়ি দিয়েছিলেন অভিনেতা। তবে এবার বলিউডের নতুন কাজের সুখবর দেওয়ার আগেই অন্য ইঙ্গিত দিলেন রাহুল।
সোমবার সমাজমাধ্যমে রাহুল তামিল ভাষা শেখার জন্য শিক্ষকের খোঁজ করেন। জানান, তিনি তামিল ভাষা শেখার জন্য আগ্রহী। তবে কি এবার দক্ষিণী ছবির জগতে অভিষেক হতে চলেছে রাহুলের? এই বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য প্রস্তাব আসছে রাহুলের কাছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই। তবুও নিজেকে প্রস্তুত করতেই তামিল ভাষা শিখছেন অভিনেতা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়িই নতুন পথ চলা শুরু হতে চলেছে অভিনেতার।
পিএ/টিএ