২০২৫ সালের প্রথম ছয় মাসেই অভাবনীয় সাফল্য উপহার দিয়েছে বলিউড। প্রায় পাঁচ হাজার কোটি রুপির আয় করে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে বক্স অফিস। তবে এখানেই থেমে নেই বলিউডের স্বপ্নযাত্রা। বছরের দ্বিতীয়ার্ধে আসছে দুইটি প্রতীক্ষিত ছবি — একটি শ্বাসরুদ্ধকর গুপ্তচর অভিযান, আরেকটি রসিকতার ভেতর আইনের রঙ্গমঞ্চ।
‘ওয়ার টু’ ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। হৃতিক রোশন এবং এনটিআর জুনিয়রকে একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। যশরাজ ফিল্মসের বিখ্যাত গুপ্তচর জগতের অংশ হওয়ায় এই ছবির প্রত্যাশা আকাশছোঁয়া। ছবি মুক্তি পাচ্ছে আগস্ট মাসে, ঠিক যেদিন মুক্তি পাবে ‘কুলি’। ফলে বক্স অফিসে মুখোমুখি লড়াই অনিবার্য হয়ে উঠেছে। এছাড়া ছবিটি একচেটিয়া আইম্যাক্স অধিকার পেয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি, কারণ এতে অন্য ছবিগুলোর প্রিমিয়াম পর্দা বণ্টন নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। তবুও প্রযোজকরা আত্মবিশ্বাসী, কারণ অ্যাকশন দৃশ্য, বিশাল বাজেট ও দুই তারকার রসায়ন দর্শক টানতে পারলেই এটি হতে পারে বছরের সবচেয়ে বড় সাফল্য।
অন্যদিকে, হাস্যরসের ভিন্ন ভুবনে নিয়ে যাবে ‘জলি এলএলবি থ্রি’। অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি — দুজনেই আবার ফিরছেন আইনি কৌতুক যুদ্ধে। আগের ছবিগুলোয় গড়া চরিত্রের প্রতি দর্শকদের আলাদা টান রয়েছে। তাই এবারও প্রত্যাশা উঁচু। বিশেষ করে অক্ষয়ের জন্য এটি বড় সুযোগ, কারণ সাম্প্রতিক একাধিক ছবির ব্যর্থতা তার ক্যারিয়ারের ছন্দ নাড়া দিয়েছে। এই ছবির সাফল্য তার জন্য হতে পারে বড় প্রত্যাবর্তন। তবে নির্মাতারা জানেন, হাস্যরসের সঙ্গে সমাজ-বিদ্রুপ আর আবেগের সঠিক মিশেল না রাখতে পারলে ঝুঁকি থেকে যাবে।
২০২৪ সালের বড় ছবিগুলোর সাফল্য যেমন ভিত্তি তৈরি করেছে, তেমনি ২০২৫ এগোচ্ছে আরও উচ্চতায়। গত বছর যেমন 'স্ত্রী টু', 'ভূল ভুলাইয়া থ্রি', 'সিংহাম এগেইন' বা 'ফাইটার'-এর মতো ছবিগুলো বাজারে নতুন ভরসা জাগিয়েছে, এবার বলিউড চাইছে ঘরানার বৈচিত্র্য, সর্বভারতীয় আকর্ষণ আর ফ্র্যাঞ্চাইজি শক্তিকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে।
সবশেষে বলা যায়, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে বলিউডের পর্দায় থাকবে রোমাঞ্চ, অ্যাকশন, হাসি আর বড় তারকাদের দ্বন্দ্ব। যদি এই দুইটি বড় বাজির ছবি প্রত্যাশা মতো সাফল্য আনে, তবে বছরটি হয়ে উঠতে পারে হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়।
এফপি/এসএন