ইরান-ইসরাইল সংঘাত এবং ইউক্রেন নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১ জুলাই) ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
প্যারিসে ম্যাক্রোঁর অফিস জানিয়েছে, ফোনে প্রায় দুই ঘন্টা কথা বলেছেন তারা। এ সময় ফরাসি নেতা ইউক্রেনে যুদ্ধবিরতি এবং সংঘাতের অবসানের জন্য আলোচনা শুরু করার আহ্বান জানান।
একটি ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ম্যাক্রোঁ পুতিনের সাথে ফোনালাপের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেন। এরপর পুতিনের সাথে যে কথা হয় সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শেয়ার করেন।
এদিকে, ক্রেমলিন প্রেস সার্ভিসের মতে, পুতিন বলেছেন, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ইরানের অধিকারের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তার বাধ্যবাধকতাগুলো অব্যাহতভাবে মেনে চলার প্রতি সম্মান দেখানো প্রয়োজন।
এছাড়া ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ইরানের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সম্পূর্ণ সহযোগিতা করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছিলেন ম্যাক্রোঁ।
ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর গত মাসে ইরানের পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ-এর সাথে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল অনুমোদন করে।
ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দেয়ার লক্ষ্যে ইসরাইল ১৩ জুন এই হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। যদিও ইরান দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত, অস্ত্র বানানোর জন্য নয়।
এ বিষয়ে একটি কূটনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা ‘সমন্বয়’ করার কথা জানিয়েছেন পুতিন এবং ম্যাক্রোঁ।
এফপি/এসএন