আফ্রিকান ইউনিয়নের একটি হেলিকপ্টার বুধবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে আটজন আরোহী ছিলেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে তাদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
আফ্রিকান ইউনিয়নের সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়ার (এইউএসএসওম) অংশ ছিল হেলিকপ্টারটি, যার কাজ সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোনা জানায়, ‘বালি ডোগল থেকে ছেড়ে আসার পর আজ সকালে মোগাদিশুর আদেন আডে বিমানবন্দরে অবতরণের সময় এইউএসএসওমের হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।’
সংস্থাটি আরো জানায়, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে।’
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে সোনা।
হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত ছবি ও ভিডিওতে শহরের আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
এদিকে আল-শাবাবের হামলার মাধ্যমে হর্ন অব আফ্রিকার এই দেশে নতুন করে সহিংসতা বাড়ার আশঙ্কার মধ্যেই এইউএসএসওম মিশন অর্থনৈতিক সংকটে পড়েছে।
ইউটি/এসএন