পাকিস্তানে বিস্ফোরণে সহকারী কমিশনারসহ নিহত অন্তত ৫, আহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় সরকারি একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। বুধবারের এই হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সহকারী একজন কমিশনার ও পুলিশ কর্মকর্তারাও রয়েছেন।

বাজৌর জেলার পুলিশ সুপার (ডিপিও) ওয়াকাস রফিক দেশটির সংবাদমাধ্যম ডনকে বলেছেন, খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকার নাওয়াগাই সড়কে একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পুলিশের দুই কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক ও আরও দুজন নিহত হয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণ এত বেশি তীব্র ছিল যে, গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহত ১১ জনকে উদ্ধারের পর খার জেলার সদর হাসপাতালে (ডিএইচকিউ) নেওয়া হয়েছে।

বিস্ফোরণের পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বাজৌরের পুলিশ সুপারে ওয়াকাস।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা ইহতেশাম আলী বিস্ফোরণের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বিস্ফোরণে নিহতদের সবার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

তিনি খার জেলার সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। তিনি বলেন, বাজৌরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি এবং স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা জনগণকে আশ্বস্ত করে বলেছেন, ‌‌আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ মালাকান্দের আঞ্চলিক পুলিশ কর্মকর্তার (আরপিও) কাছে বিস্ফোরণের প্রতিবেদন চেয়েছেন।

তিনি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশি অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সেখানকার পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগের অতিরিক্ত আইজিকে বাজৌরে বিশেষ টিম পাঠানোর নির্দেশও দিয়েছেন।

জুলফিকার হামিদ বলেন, পুলিশের বিশেষ শাখার সদস্যরা ইতোমধ্যে বিস্ফোরণের এই ঘটনায় গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে। তিনি বলেন, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্যরা সহকারী কমিশনারের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বিস্ফোরণের এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল গঠন করা হয়েছে। এছাড়া বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছেন।

সূত্র: ডন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, প্রাণ হারালেন ৩১ জন Nov 10, 2025
img
মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল এক জনের Nov 10, 2025
img
ধানের শীষে ভোট চাওয়ায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জামায়াত প্রার্থীর Nov 10, 2025
img
ইসরায়েলের বিষয়ে নিজেদের শর্ত আরও কঠোর করল সৌদি আরব Nov 10, 2025
img
মুম্বাইয়ে নেহা কক্করের নাম করে বড় ধরনের প্রতারণার অভিযোগ Nov 10, 2025
img
শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিন আজ Nov 10, 2025
img
অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য: অর্থ উপদেষ্ট Nov 10, 2025
img
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও হামলা চালাল ইসরায়েল Nov 10, 2025
img

ভিডিও ভাইরাল

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বলে বিতর্কে বিএনপি নেতা Nov 10, 2025
img
অক্টোবরে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি Nov 10, 2025
img
আজ মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা Nov 10, 2025
img
ডোনাল্ড ট্রাম্পকে আমি কেন ভয় পাব : জেলেনস্কি Nov 10, 2025
img
ক্যাটরিনার মাতৃত্ব নিয়ে সালমানের মন্তব্য ঘিরে বিভ্রান্তি Nov 10, 2025
img
নতুন নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রজ্ঞাপন জারি Nov 10, 2025
img
হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Nov 10, 2025
img
আজ দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি Nov 10, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, তৃতীয় অবস্থানে ঢাকা Nov 10, 2025
img
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না: দুলু Nov 10, 2025
img
আমরা আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই : নাহিদ ইসলাম Nov 10, 2025
img
সোনাক্ষী সিনহার সম্পদের পরিমাণ কত? Nov 10, 2025