আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় যাচ্ছে তা বিরোধীরাও জানে বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিশিভন টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশের একটি রাজনৈতিক দল (বিএনপি) সে মেনে নিল ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। আর্টিকল সেভেন্টি শুরুতে বিএনপি ভিন্নভাবে চেয়েছে। পরে আমরা যেভাবে চেয়েছি, মোটামুটি সেভাবে মেনে নিয়েছে।’
‘বিএনপি জুডিশিয়ারির শতভাগ সেফারেশনের সঙ্গে একমত হয়েছে। যেটা নিয়ে আলপ খুব কম হয়। বাংলাদেশের সব কিছুর মধ্যে বড় সংস্কার হচ্ছে এটা একটা’, যোগ করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, ‘একটা দল এগুলো মানছে, এগুলো দেখা হচ্ছে না। কী মানছে না, মানতেই হবে—এটা বিএনপির বাধ্যবাধকতা কেন আমি আসলে সেটাও বুঝিনি।’
একটি দল সংস্কারের কোনো ধারাও না মানার অধিকার আছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউটি/এসএন