১৭ ওভার পূর্ণ হওয়ার আগেই ২ উইকেটে ১০০ রান। টার্গেট ২৪৫ হলে রান তাড়া করা যেকোনো দলেরই এমন অবস্থায় স্বস্তিতে থাকা স্বাভাবিক, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশও বোধহয় স্বস্তিতেই ছিল। কিন্তু সেটা উবে যেতে বেশিক্ষণ সময় লাগেনি।
নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিমের জুটিতে বাংলাদেশ নিরাপদেই এগোচ্ছিল। ৯৯ রান পর্যন্ত টাইগারদের একটি উইকেট পড়েছিল। পরের বলেই ডাবল নিতে গিয়ে রানআউট হন নাজমুল হোসেন শান্ত। তার উইকেটসহ পরের ৬ উইকেট যায় ৬ রান ব্যবধানে। তাতে শান্তর রানআউটে দোষ খুঁজে পাচ্ছেন দলপতি মেহেদী হাসান মিরাজ, দায় দেখছেন মিডলঅর্ডারের ব্যাটারদেরও।
ম্যাচ প্রেজেন্টেশনে মিরাজ বলেন, ‘শান্ত-তামিম ভালো খেলেছে। শান্তর উইকেটটা ভুল ছিল। মিডলঅর্ডার ভালো খেলেনি। পরপর উইকেট হারানো একটা সমস্যা। ছোট পার্টনারশিপ দরকার ছিল। আমাদের সুযোগ এসেছিল, কিন্তু নিতে পারিনি।’
শ্রীলঙ্কাকে বাংলাদেশের বোলাররা আটকে দিয়েছিল ২৪৪ রানে। আসালাঙ্কার ১০৬ রান করার দিনে দীর্ঘদিন পর ফেরা তাসকিন আহমেদ ৪৭ রানে তুলে নেন ৪ উইকেট। ৪৫ রানে ৩ উইকেট নেন তানজিম সাকিব। তানভীর ইসলাম ও শান্তর শিকার একটি করে। কিন্তু বাংলাদেশ ১৬৭ রান তুলে ম্যাচ হারে ৭৭ রানে।
ব্যাটারদের দায় দিলেও মিরাজ বোলারদের দিয়েছেন কৃতিত্ব। ‘উইকেট ভালো ছিল। আমি মনে করি বোলাররা ভালো করেছে, বিশেষ করে ফাস্ট বোলাররা। মিডল ওভারে উইকেট পাইনি। আসালাঙ্কার কৃতিত্ব, সে ভালো খেলেছে। অনেক গরম ছিল। আমাদের দুই বোলারের ক্র্যাম্পও হয়েছে।’
ইউটি/এসএন