অস্কারজয়ী হলিউড তারকা ব্র্যাড পিট সম্প্রতি ‘নিউ হাইটস’ নামের একটি পডকাস্টে অতিথি হয়ে তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে নিজের ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করেছেন। ‘এফওয়ান’ সিনেমার প্রচারপর্বে তিনি অংশ নেন এই আলোচনায়।
সেখানে তিনি জানান, তরুণ প্রজন্মের অভিনেতাদের পরিশ্রম ও পথচলা দেখার মধ্যে এক ধরনের আনন্দ আছে। তবে পাশাপাশি তিনি উদ্বেগও প্রকাশ করেন। বিশেষ করে বর্তমান সময়ের একপ্রকার চাপ নিয়ে যা তার সময় ছিল না।
ব্র্যাড বলেন, ‘আমি দেখতে পছন্দ করি নতুন প্রজন্ম কীভাবে আসছে। কীভাবে তারা এই ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তারা এটা উপভোগও করছে। আমাদের সময় সবকিছু কঠিন ছিল। খুব বেশি সিরিয়াস ছিলাম আমরা। অভিনয়টাই সব ছিল। এখনকার তরুণেরা ভাবে, আমরা তো নানা মাধ্যমে শিল্পচর্চা করতে পারি। তাহলে করিই না কেন? কিন্তু তারা একটা ফাঁদে পড়ে যাচ্ছে। সবাই ভাবে, একটা ফ্র্যাঞ্চাইজি থাকতে হবে, একটা সুপারহিরো চরিত্র করতেই হবে।’
এখানেই পিটের সরাসরি বার্তা। ‘না! না! এগুলো করবে না। এতে তো মরেই যাবে’- বলেন তিনি।
পডকাস্টে ট্র্যাভিস ও জেসন কেলসেও মত দেন যে, ফ্র্যাঞ্চাইজি বা কমিক বইভিত্তিক সিনেমাগুলোর চাপ তরুণ শিল্পীদের জন্য ক্লান্তিকর হতে পারে। এতে পিট একমত হয়ে বলেন, `এটি সত্যিই ধ্বংস করে দিতে পারে একজন শিল্পীকে।‘
ব্র্যাড পিটের বার্তা, ‘নিজেকে বিক্রি করো না। চাপের কাছে হার মেনো না। ভালো কাজ খুঁজে কর, কিন্তু নিজের আত্মা কখনোই হারিয়ে ফেলো না।’
ব্র্যাড পিট নিজেও একটি সুপারহিরো সিনেমায় (একটি ছোট চরিত্রে) কাজ করেছিলেন। কিন্তু মূলত এসব ধরনের ছবিকে তিনি এড়িয়ে চলেছেন। ‘ওশানস’ চলচ্চিত্র সিরিজ বাদ দিলে তিনি বড় বাজেটের কোনো ফ্র্যাঞ্চাইজিতে নিয়মিত ছিলেন না। তিনি এবং তার সহ-অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও দুজনেই এই বিষয়ে একই চিন্তাধারা অনুসরণ করেন।
ডিক্যাপ্রিও তার উত্তরসূরি অভিনেতা টিমোথি শ্যালামেকে একসময় পরামর্শ দিয়েছিলেন ‘সুপারহিরো সিনেমা নয়, মাদক নয়।’ শ্যালামে সেই পরামর্শ মেনেই চলছেন। যদিও তিনি জানিয়েছেন, ভালো চিত্রনাট্য আর পরিচালকের ওপর নির্ভর করে সিদ্ধান্ত বদলাতেও পারেন। তিনি বলেন, ‘যে সিনেমা আমাকে অভিনয়ের প্রতি আগ্রহী করেছিল, সেটাই তো একটি সুপারহিরো সিনেমা ‘দ্য ডার্ক নাইট’। যদি চিত্রনাট্য ও পরিচালক ভালো হয়, তবে আমি ভেবে দেখতে পারি।’
এদিকে ব্র্যাড পিট নিজেও সম্ভবত নতুন একটি ফ্র্যাঞ্চাইজি শুরু করতে যাচ্ছেন। ‘এফওয়ান’ সিনেমাটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধন করেছে এবং এরই মধ্যে এটির সিক্যুয়েল নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে ডেভিড ফিঞ্চারের পরিচালনায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর একটি সিক্যুয়েলেও ফিরছেন পিট। যা নির্মাণ করবে নেটফ্লিক্স।
এফপি/ টিএ