দক্ষিণের সিনেমা দুনিয়ায় নতুন করে আলোচনায় মেগাস্টার চিরঞ্জীবীর বহু প্রতীক্ষিত ছবি ‘বিশ্বম্ভারা’। ছবির শুটিং চললেও এবার এতে যুক্ত হচ্ছেন বলিউডের গ্ল্যামার কুইন মৌনি রায়। তিনি থাকছেন এক বিশেষ গানের দৃশ্যে, যা এই ছবিতে নতুন আকর্ষণ যোগ করবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসেই এই বিশেষ গানের শুটিং শুরু হবে। আর তাতেই ছবির গ্ল্যামার বাড়বে কয়েকগুণ। তেলুগু সিনেমায় এই প্রথম এত বড় আকারের নাচের দৃশ্যে অংশ নিচ্ছেন মৌনি রায়। ফলে দক্ষিণে তারকাখ্যাতি পাওয়ার পাশাপাশি সারা দেশের দর্শকদের নজর টানার মতো একটি বড় পদক্ষেপ এটি।
‘বিশ্বম্ভারা’ ছবিটি পরিচালনা করছেন ‘বিম্বিসার’ খ্যাত বাসিষ্ঠ। ছবির কাজ চলছে প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে। শোনা যাচ্ছে, প্রথম টিজার দেখে সন্তুষ্ট হননি চিরঞ্জীবী নিজেই। ফলে ভিজ্যুয়াল ইফেক্টের সব কাজ নতুন করে করা হচ্ছে। এতে খরচ যেমন বেড়েছে, তেমনি সময়ও লেগেছে বেশি।
এদিকে সঙ্গীতে রয়েছেন এমএম কীরাবাণী, যিনি এর জন্য বিপুল পারিশ্রমিক নিচ্ছেন। তার সুরেই তৈরি হবে মৌনি রায়ের এই বিশেষ গান। ছবির মূল নারী চরিত্রে থাকছেন তৃষা কৃষ্ণন, তবে মৌনির উপস্থিতি এতে যোগ করছে নতুন মাত্রা।
তবে ছবির মুক্তি নিয়েও কিছু জটিলতা দেখা দিয়েছে। প্রযোজকেরা চাইছেন বড় অঙ্কের টাকা, কিন্তু ওটিটি সংস্থাগুলি সেই মূল্য দিতে নারাজ। যদিও নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের সঙ্গে আলোচনা চলছে। আপাতত লক্ষ্য রাখা হয়েছে ২০২৬ সালের গ্রীষ্মে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য। তার আগে চিরঞ্জীবীর আরেকটি ছবি, অনিল রাভিপুড়ির পরিচালনায়, মুক্তি পাবে ২০২৬ সালের জানুয়ারিতে।
সব মিলিয়ে ‘বিশ্বম্ভারা’ নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। যদি ভিজ্যুয়াল ইফেক্ট আর গানের আয়োজন ঠিকঠাক হয়, তবে এটি ২০২৬ সালের সবচেয়ে আলোচিত ছবিগুলির একটি হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।
এমআর