কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। তাছাড়া, এ ঘটনায় জড়িত কেউ ধরা পড়েনি।
পুলিশ জানায়, জড়িতদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালানো হয়। তবে এখনও কাউকে আটক করা যায়নি।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী এলাকায় বাড়ি ঘেরাও করে মা রুবি আক্তার, তার দুই মেয়ে ও এক ছেলেকে বেধড়ক পেটানো হয়। এতে রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও রাসেল নিহত হন।
স্থানীয়দের অভিযোগ, রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারসহ নানা অপকর্মে জড়িত। এ বিষয়ে কথা বলতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার গেলে রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এ সময় রুবি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে মেয়ে জোনাকি পালানোর চেষ্টা করলে তাকেও পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় রুবির আরেক মেয়ে রুমা গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
তবে নিহতদের স্বজনদের দাবি, স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
আরআর/এসএন