সপ্তাহজুড়ে চক্রান্ত, মনস্তাত্ত্বিক খেলা আর সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার পর শেষমেশ ভারতের অন্যতম আলোচিত রিয়েলিটি থ্রিলার শো ‘দ্য ট্রেইটার্স ইন্ডিয়া’ পেল তার বিজয়ীর নাম। করণ জোহরের সঞ্চালনায় হওয়া এই শোতে সবার চোখ ধাঁধিয়ে ফাইনালে বিজয়ী হলেন উরফি জাভেদ এবং নিকিতা লুথার। এই দুইজন শেষ পর্যন্ত পরাজিত করলেন কমেডিয়ান হর্ষ গুজরালকে এবং চূড়ান্ত বিশ্বাসঘাতক পুরব ঝাকে। ভাগ করে নিলেন ৭০ লাখ টাকারও বেশি পুরস্কার অর্থ।
উরফি জাভেদ, যিনি এর আগে বিতর্কিত ফ্যাশন ও সাহসী মন্তব্যের জন্য বারবার আলোচনায় উঠে এসেছেন, এবার নিজেকে প্রমাণ করলেন এক দক্ষ ও ধুরন্ধর খেলোয়াড় হিসেবে। তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজেই ভাবেননি যে জিতবেন। তবে তাঁর মতে, সঠিক সময়ে সঠিক কাজ করাটাই আসল—সবসময় শুধু বুদ্ধি থাকলেই হয় না, দরকার ধৈর্য আর টিকে থাকার ক্ষমতা।
অন্যদিকে নিকিতা লুথার, যিনি একজন পেশাদার পোকার খেলোয়াড় হিসেবে পরিচিত, খেলেছেন ঠান্ডা মাথায়। ফাইনালে উরফির সঙ্গে তৈরি করেছিলেন এক অপ্রত্যাশিত জোট। সেই বিশ্বাস আর শেষ মুহূর্তের পরিকল্পনা বদলে দিয়েছে গোটা খেলার মোড়। দুজনের মেলবন্ধন আর সঠিক সময়ে চাল দেওয়ার কৌশলেই বাকি সবাইকে পেছনে ফেলে দিয়ে তাঁরা পৌঁছে গিয়েছেন বিজয়ের শীর্ষে।
শোতে আরও ছিল উত্তেজনার গল্প। মাত্র দুই দিন আগে হর্ষ গুজরালকে ‘ট্রেইটার’ হিসেবে নিয়োগ করা হয়েছিল, যা উরফিকেও বিভ্রান্ত করে দেয়। আর পুরব ঝা, যিনি গোটা খেলায় তাঁর কৌশল আর দক্ষতার জন্য আলোচিত ছিলেন, তিনি শেষ পর্যন্ত চূড়ান্ত পর্ব থেকে ছিটকে যান। এই সিদ্ধান্তে দর্শকদের মধ্যে হতাশা আর বিতর্কের রেশ রয়ে গেছে।
এই শোয়ের আকর্ষণ বাড়িয়েছিল তারকাখচিত অংশগ্রহণকারীদের উপস্থিতি। করণ কুন্দ্রা, রাফতার, জ্যাসমিন ভাসিন, অঞ্জুলা কাপুর, মহীপ কাপুর, রাজ কুন্দ্রা, জান্নত জুবেইরের মতো জনপ্রিয় মুখেরা প্রতিযোগিতা করেছেন। এমনকি অপূর্ব মুখিজা শো চলাকালেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছিলেন উরফির সম্ভাব্য জয়ের কথা, যা নিয়েও আলোচনার ঝড় ওঠে।
উরফি জয়ের পর জানিয়েছেন, তিনি এখন ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন, তবে বিয়ে নিয়েও ভাবনা রয়েছে তাঁর। এই জয় তাঁর জন্য এক নতুন পরিচয় তৈরি করেছে—শুধু ফ্যাশন আইকন নয়, বরং এক কৌশলী বিজয়ী হিসেবেও মানুষ এখন তাঁকে দেখবে।
ভালোবাসুন বা ঘৃণা করুন, উরফি জাভেদ এবার প্রমাণ করে দিলেন যে ভারতের অন্যতম কঠিন মানসিক গেম শোতেও অনাকাঙ্ক্ষিত জুটি আর আন্ডারডগরাই শেষ হাসি হাসতে পারে। নিকিতা লুথারের সঙ্গে এই জয় দুজনকেই পৌঁছে দিল নতুন উচ্চতায়।
আরআর/টিএ