নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যা যা করেছে, আমরা তা করব না। আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি, তাহলে আমরাও ছিটকে পড়ব।’
শনিবার (৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘গত ১৬ বছরে বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। আমরা ষাট লাখ নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত ছিলাম। গত সতেরো বছরে তিলে তিলে হাসিনার বিরুদ্ধে জনমত গড়ে তুলেছে বিএনপি। সেখানে ছাত্র-জনতার আত্মত্যাগ স্ফুলিঙ্গের মতো কাজ করেছে। ছাত্র-জনতার
আত্মত্যাগ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে।পাশাপাশি বিএনপির অবদানকেও মনে স্মরণ করতে হবে।’
তিনি বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান। তিনি তারুণ্যের অহংকার। তার ঘোষিত ৩১ দফা অনুযায়ী একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাবে।
নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে বিএনপিকে আরো শক্তিশালী ও গতিশীল করে তোলা হবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘চারদিকে মিডিয়া ট্রায়াল চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি আপনাদেরও সচেতন থাকতে হবে। আজ বিএনপি যদি এক টাকার দুর্নাম করে বা কোনো খারাপ কাজ করে, সেটাকে এক শ টাকার প্রচার করা হয়।’
এ সময় মহানগর বিএনপি নেতা শাহজাহান খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, আনোয়ার মাহমুদ বকুল, মজিবুর রহমান সরকার, আক্তার হোসেন খোকন শাহ প্রমুখ।
কেএন/টিকে