আজ পবিত্র আশুরা

আজ রবিবার ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনটি কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার সাক্ষী। সত্য ও ন্যায়ের যুদ্ধে অবিচল থাকার পথে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগ ও শোক বিশেষভাবে মহিমান্বিত করেছে দিনটিকে।

হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। আরবি ‘আশুরা’ শব্দের অর্থ দশম। আর ‘মহররম’ অর্থ সম্মানিত বা পবিত্র। হিজরি ৬১ সনের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্য এবং অনুসারীরা ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

কারবালার বিয়োগান্ত ঘটনা মুসলমানদের কাছে আশুরাকে যেমন শোকাবহ করেছে, তেমনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে। সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায় পবিত্র আশুরা।
বিশ্বের অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ দুপুর দেড়টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আশুরার শোককে ধারণ করে রাজধানীর পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাজিয়া মিছিল বের হবে। বাংলাদেশে মূলত শিয়া মুসলমানদের উদ্যোগে এই মিছিল হয়। তাজিয়া মিছিলের মাধ্যমে তারা তাদের হৃদয়নিংড়ানো শোকের বহিঃপ্রকাশ ঘটায়। অংশগ্রহণকারীদের ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে কারবালার শোক যেন আছড়ে পড়ে তাজিয়া মিছিলে।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে বলে প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে উল্লেখ করেন। সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার দিনে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতিও কামনা করেন তিনি।

আশুরা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারাও বিবৃতি ও বার্তা দিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। ইমাম হোসাইন (রা.) ও তাঁর ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

এদিকে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এমন কোনো বস্তু বা আচরণ, যা জননিরাপত্তার জন্য হুমকি, অরাজকতা সৃষ্টি করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, তা থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছে ডিএমপি।



 ইউটি/টিকে




Share this news on:

সর্বশেষ

img
ফ্রান্সসহ আরও ৪ দেশে প্রবাসীদের ভোটার করার সম্মতি পেল ইসি Aug 27, 2025
img
ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত: প্রিন্স Aug 27, 2025
img
আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল কমপক্ষে ২৫ জনের Aug 27, 2025
img
সৌরভ বায়োপিকের জন্য রাজকুমারের কড়া প্রস্তুতি Aug 27, 2025
img
প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৮ সদস্যের কমিটি গঠন করল সরকার Aug 27, 2025
img
মার্কিন যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম শুরু করছে বাংলাদেশ Aug 27, 2025
প্রকৌশলী শিক্ষার্থীদের দাবি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান Aug 27, 2025
নতুন নিয়মে একক ব্যবস্থায় বাস পরিচালনা শুরু Aug 27, 2025
শিক্ষার্থীদের গণতান্ত্রিক অভিজ্ঞতার নতুন পথ Aug 27, 2025
img
বাফুফে ও বিসিবি প্রাপ্য অর্থ না দেওয়ায় ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি এনএসসির Aug 27, 2025
img
৩০০৩ টাকায় ৩ মসজিদ-মন্দিরকে জায়গা দিল বাংলাদেশ রেলওয়ে Aug 27, 2025
img
‘সাই পল্লবীকে চিনি না’, মন্তব্য শ্বেতার Aug 27, 2025
img
সরকারি কর্মচারীদের চিকিৎসা অনুদান বাড়ল আরও এক লাখ Aug 27, 2025
img
শুল্ক বৃদ্ধির কারণে ভারতীয় পোশাক ও টেক্সটাইল শিল্প হুমকিতে Aug 27, 2025
img
নির্বাচন রোডম্যাপ প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো ইসি Aug 27, 2025
img
নির্বাচনের রোডম্যাপ প্রকাশ কবে জানালো ইসি Aug 27, 2025
img
দাম্পত্য-ভালোবাসা ও বন্ধুত্বের ৪০ বছর, অনুপমকে কিরণের খোলা চিঠি Aug 27, 2025
img
দাবি-দাওয়া লিখে মন্ত্রণালয়ে জমা দিলে সমাধান হয়ে যাবে : সিনিয়র সচিব Aug 27, 2025
img
সিরিজ খেলতে ঢাকা হয়ে সিলেটে নেদারল্যান্ডস দল Aug 27, 2025
img
২ ব্যাংকের পার্পিচুয়াল বন্ডের জন্য মুনাফা রেট ঘোষণা Aug 27, 2025