গত বছর সিনিয়র দলে জায়গা পাওয়ার পর মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬টি ম্যাচ খেলেছে কাভান সুলিভান। তবে রোববার (৬ জুলাই) এর আগে কোনো ম্যাচে শুরুর একাদশে সুযোগ হয়নি তার।
এদিন ন্যাশভিলের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেতেই ইতিহাস গড়ল বাংলাদেশি বংশোদ্ভূত এ মিডফিল্ডার। এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর ফিলাডেলফিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে প্রথম একাদশে জায়গা পাওয়ার কীর্তি গড়েছে ১৫ বছর বয়সী এ ফুটবলার।
২০০৪ সালের এপ্রিলে ১৪ বছর ৩৩৪ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ফ্রেডি অ্যাডু। তিনি মাঠে নেমেছিলেন ডিসি ইউনাইটেডের হয়ে। এদিকে কাভান শুরুর একাদশে সুযোগ পেল ১৫ বছর ২৮০ দিন বয়সে।
তবে কাভানের ইতিহাস গড়ার দিনে সুবিধা করতে পারেনি ফিলাডেলফিয়া। যোগ করা সময়ের পেনাল্টি গোলে হেরেছে তার দল। সব মিলিয়ে এদিন ৬১ মিনিট খেলেছে কাভান। ক্লাবটির হয়ে এমএলএসে এটি তার সর্বোচ্চ ম্যাচ সময়। যেখানে ১৫টির চেষ্টায় তার সফল পাস ছিল ৬২.৫ শতাংশ, প্রত্যাশিত গোলের হার ছিল দশমিক ০৭ শতাংশ এবং ফাউল করে একটি হলুদ কার্ড দেখেছেন তিনি। সব মিলিয়ে তিনি বল পায়ে মুগ্ধ করেছেন। যতটুক সময় মাঠে ছিলেন ডান এবং বাম উভয় উইংয়ে আক্রমণ করার চেষ্টা করেছেন।
এমএলএসে প্রথমবার শুরুর একাদশে জায়গা পেলেও সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে এটি তৃতীয় বার।
এর আগে গত বছরের জুলাইয়ে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল কাভান সুলিভানের। এ মিডফিল্ডার মাঠে নেমেছিল ১৪ বছর ২৯৩ দিন বয়সে। আগের রেকর্ডটি ছিল অ্যাডুর, ১৪ বছর ৩০৬ দিন বয়সে অভিষেক।
কাভানের প্রতিভায় মুগ্ধ ইউরোপের সেরা ক্লাবগুলোও। যার কারণে আগে ভাগেই তাকে দলে ভিড়িয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। ১৮ বছর পূর্ণ হলে ২০২৮ সালে সে যোগ দেবে ইংলিশ ক্লাবটিতে।
আরআর/টিএ