দীর্ঘ এক যুগ ধরে শোবিজে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক, সিনেমা ও ওটিটি—তিনটি মাধ্যমেই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছেন; ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন মৌসুমী।
সম্প্রতি মৌসুমী অভিনয় করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে। এছাড়া আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’, যেখানে যৌনপল্লীর প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি গল্পে অভিনয় করেছেন তিনি।
মৌসুমীর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি সাধারণ বাজার থেকেই কেনাকাটা করতে পছন্দ করেন। শপিং মল নয়, বরং কাঁচাবাজারই তার পছন্দের জায়গা। সময় সুযোগ পেলেই স্বামীর সঙ্গে বাজারে যান তিনি।
বাজারে নিয়ে গেলে তার স্বামী তাকে কি কিনে দেয়, সে প্রসঙ্গে অভিনেত্রী মজার ছলেই বলেন, ‘এইতো- আলু, পেঁয়াজ, মাছ, মুরগি।’ আরও জানান, মৌসুমী নিজেও নাকি বাজারে যেয়ে কেনেন এসব।
কথা প্রসঙ্গে মৌসুমী হামিদ এও বলেন, ‘দামাদামিটা আমি কম জানি, তোমাদের ভাইয়া বার্গেইনটা বেশিই জানে। ৫০০ টাকার কোনোকিছু ৫০ টাকা বলবে।’
ভ্যান কিংবা ফুটপাতের মতো জায়গা থেকেও কেনাকাটা করেছেন মৌসুমী হামিদ। সেখান থেকে কীভাবে কেনেন, সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মুখ-টুখ বেঁধে, মাস্ক পড়ে, হিজাব বেঁধে একদম খালাদের মতো বলি- মামা এইডা কয় টাকা। যদি বলে ৫০০, তখন বলি ২০০-৩০০। কিন্তু খুব বেশি ওইটা (দামাদামি) পারি না, অল্প অল্প; যতটুকু পারি, ইদানিং শিখতেছি আরকি।’
সঙ্গে এও জানান, অল্প দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর সেগুলো কেনাও হয়েছে।
উল্লেখ্য, মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্সআপ হওয়ার পর থেকেই টিভি নাটক ও বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত কাজ করছেন। খালিদ মাহমুদ মিঠুর নাটক ‘বাংলা আমার মাতৃভাষা’-তে প্রথম অভিনয় করলেও, মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘বিয়োগফল’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় মূলধারায় যাত্রা শুরু করেন এই অভিনেত্রী।
এসএন