দক্ষিণের সিনেমা জগতে জুনিয়র এনটিআর এখন এক বিপুল জনপ্রিয় নাম। ভারতের নানা ভাষাভাষী দর্শকের কাছে তিনি নিজের জায়গা করে নিয়েছেন বিশেষ করে একটি ছবি দিয়ে সেই বিখ্যাত ‘আরআরআর’। সেখানে রামচরণের সঙ্গে প্রধান দুই চরিত্রে ছিলেন এনটিআর, আর আলিয়া ভাটও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। পুরো টিমের মধ্যে দারুণ বোঝাপড়া এবং আলিয়া-এনটিআরের রসায়ন নিয়েও হয়েছিল অনেক প্রশংসা।
কিন্তু চমকপ্রদ তথ্য হলো, আলিয়া ভাট নাকি জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয়ের প্রস্তাব একবার নয়, পরপর তিনবার ফিরিয়ে দিয়েছেন। বলিউড ও টলিউড দুই জায়গাতেই এই খবর নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা।
শোনা যাচ্ছে, আলিয়া নাকি একেক ছবিতে একেক কারণে রাজি হননি। কোনো কোনো ছবির চরিত্রই তাঁর পছন্দ হয়নি, কোথাও আবার তাঁকে দ্বিতীয় প্রধান চরিত্র হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি একেবারেই নেননি। এমনকি একটি ছবির গল্পও নাকি তাঁকে তেমন টানেনি।
এই খবরে এনটিআরের ভক্তদের মধ্যে অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই নায়ক এখন এমন অবস্থানে যেখানে অনেক শীর্ষ অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করতে চাইছেন। এনটিআর একের পর এক বড় বাজেটের সিনেমা করছেন, প্যান-ভারতীয় তারকাখ্যাতি পেয়েছেন, তাঁর সামনের প্রজেক্ট ‘এনটিআর নীল’-এ মুখ্য নায়িকা হচ্ছেন ভাগ্যশ্রী বোরসে।
অন্যদিকে আলিয়া ভাটও খুব বেছে বেছে কাজ করছেন। তাঁর ঝুলিতে আছে ‘লাভ অ্যান্ড ওয়ার’ আর ‘আলফা’-র মতো বিশেষভাবে নির্বাচিত সিনেমা। এ থেকে স্পষ্ট বোঝা যায়, নিজের পছন্দ-অপছন্দে তিনি খুব সচেতন এবং কৌশলী।
তবুও ভক্তদের কৌতূহল থেকেই যাচ্ছে এই দুই তারকা কি একসঙ্গে আর পর্দায় আসবেন? এখনই এর উত্তর নেই, তবে তাদের অমিল হওয়া নিয়ে আলোচনায় কোনো ঘাটতি নেই। অনেকে বলছেন, এটা নিছকই এক ‘মিসড সুযোগ’ যা দুই ইন্ডাস্ট্রিতেই রসালো আলোচনার খোরাক জুগিয়েছে।
পিএ/ এসএন