গত শীতে দেবের সঙ্গে 'খাদান' ছবির হাত ধরে যে ঝড় তুলেছিলেন, এ বছরের পুজোয় সেই জুটি আবার ফিরছে নতুন রূপে, নতুন নামে। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে দেব ও ইধিকা পালকে। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ। গানের দৃশ্যধারণের জন্য তারা উড়াল দিয়েছিলেন তাইল্যান্ডে। সেই অংশের কাজও সেরে ফেলেছেন তারা। এখন চলছে পরবর্তী পরিকল্পনার অপেক্ষা।
এই মুহূর্তে কী করছেন ইধিকা? আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা জানালেন, “কয়েকটি বিজ্ঞাপনের কাজ করলাম। ফটোশুটও করছি। নতুন কোনও ছবি নিয়ে এখনও কারও সঙ্গে আলোচনা হয়নি। এখন কিছুটা অবসরের মধ্যেই আছি।” তবে এই অবসর যেন অস্থায়ী। কারণ ইধিকার ভবিষ্যৎ পরিকল্পনায় ঝলক মারছে অনেক কিছুই।
ইধিকা পালের যাত্রাটা বেশ অভিনব। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে তাঁর ছবি ‘প্রিয়তমা’ তাঁকে এক লাফে পৌঁছে দেয় আন্তর্জাতিক পরিচিতির মঞ্চে। লন্ডন অবধি ছড়িয়ে পড়ে তাঁর নাম। এরপর ‘বরবাদ’ ছবিতেও অভিনয় করেন বাংলাদেশের নায়কের বিপরীতে। দুই ছবির মাঝেই দেবের সঙ্গে করেছিলেন ‘খাদান’ — যে ছবি ব্যবসা করেছিল ৩ কোটিরও বেশি। গান ‘কিশোরী’ হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ার সেনসেশন।
তবে বড় পর্দার সাফল্য সত্ত্বেও ইধিকার শিকড় ছোট পর্দায়। প্রথমে ‘আরব্য রজনী’, তারপর ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’ আর ‘পিলু’— ধারাবাহিকে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তা সত্ত্বেও এখনই ছোট পর্দায় ফেরার ইচ্ছা নেই তাঁর।
নায়িকার ভাষায়, “ছোট পর্দা আমায় পরিচিতি দিয়েছে। তবে বড় পর্দায় নিজেকে আরও বেশি উজাড় করে দিতে চাই। স্বপ্ন দেখি দুই বাংলার সব প্রথম সারির নায়কের সঙ্গে অভিনয় করব। এমন সব ছবি উপহার দিতে চাই, যা একটার পর একটা ব্লকবাস্টার হবে।”
এই আত্মবিশ্বাসই যেন ইধিকার আসল চালিকাশক্তি। দুই বাংলায় তাঁর চলার পথ যতটা রঙিন, ততটাই সাহসী। তারকাদের ভিড়ে তিনি যেন নিজের আলাদা আলোয় উদ্ভাসিত হতে চান — এবং সেটা যেন খুব কাছেই অপেক্ষা করছে।
এসএন