একটি সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন ক্যাটরিনা কাইফ। পরনে তার গোলাপি রঙের শাড়ি। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন জারিন খান, উচ্ছ্বসিত অবস্থায় ক্যাটরিনার কাছে এগিয়ে এসে চাইলেন অটোগ্রাফ। ক্যাটরিনাও হাসিমুখে অটোগ্রাফ দেন।
এ রকমই একটি ভিডিও এখন সোশ্যালে ভাইরাল। পুরনো এই মুহূর্তের ভিডিওটি সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রী জারিন খান। ঘটনাটি ২০০৮ সালে, ‘রেস’ সিনেমার প্রিমিয়ারের। তখনো অভিনেত্রী হননি জারিন।
ভিডিওটি শেয়ার করেন অভিনেত্রী লেখেন, “‘ফ্যান গার্ল মোমেন্ট।’ জারিন খান আরো লেখেন, ‘ওহ মাই গড! এই ভিডিওটি আমার সামনে এসেছে এবং আমার মধ্যে এই স্মৃতি এখনো খুব তাজা। আমি এখনো মুহূর্তটা খুব ভালোভাবে মনে রেখেছি। এটি রেস ছবির প্রিমিয়ারের সময়কার ঘটনা।
আমার বন্ধুদের ধন্যবাদ, যাঁরা আমাকে পাস দিয়েছিলেন। সেই সময় আমার চোখ বড় গিয়েছিল। আমি কখনো ভাবিনি যে আমিও এই বিনোদন জগতের অংশ হবো। কিন্তু দেখুন ভিডিওটিতে আমি কতটা খুশি, এটা ছিল আমার ফ্যান গার্ল মোমেন্ট।”
এদিকে প্রায়ই জারিনের সঙ্গে ক্যাটরিনাকে তুলনা করা হয়।
এমন প্রসঙ্গে জারিন বলেন, ‘যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন আমি একজন হারিয়ে যাওয়া শিশুর মতো ছিলাম কারণ আমার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। তাই আমি এই তুলনায় খুশি ছিলাম কারণ আমিও তাঁর (ক্যাটরিনা) ভক্ত ছিলাম। কিন্তু এটা আমার ক্যারিয়ারকে অনেক প্রভাবিত করেছিল। কারণ এই কারণে, সবাই ইন্ডাস্ট্রিতে বেশি সুযোগ দিত।’
জারিন খানকে সব শেষ দেখা গেছে হরিশ ব্যাস পরিচালিত ‘হাম ভি আকেলে, তুম ভি আকেলে’ ছবিতে। এই ছবিটি ২০২১ সালে মুক্তি পায়। তার পর থেকে তিনি আর কোনো ছবিতে দেখা যায়নি।
পিএ/ এসএন