বলিউড অভিনেতা আমির খানের জীবনের সবচেয়ে স্পেশাল দিন নিয়ে রয়েছে এক তিক্ত স্মৃতি! এই অভিনেতার বিয়ের দিন ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। কারণ, সেদিনটা নষ্ট হয়ে যায় পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের এক ছক্কার জন্য!
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের দিনের সেই ঘটনা নিয়ে আমির জানান, তার প্রথম ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’ মুক্তির আগেই প্রেমিকা রীনা দত্তকে গোপনে বিয়ে করেন। পরিবারের আপত্তির কারণে তারা পালিয়ে গিয়ে আইনি বিয়ে করেন। কিন্তু বিয়ের পরদিন যে আনন্দ, তা ম্লান হয়ে যায় এক ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের জন্য।
আমির বলেন, ‘বিয়ের পর যখন বাড়ি ফিরলাম, দেখলাম সবাই ব্যস্ত খেলার মধ্যে। কেউ জিজ্ঞেসই করল না, কোথায় ছিলাম এতক্ষণ। আর খেলার শেষ মুহূর্তে ভারতের জয়ের সম্ভাবনা থাকলেও জাভেদ মিয়াঁদাদ শেষ বলে ছয় মেরে ম্যাচ জিতে নেয় পাকিস্তানের জন্য। আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম।’
তিনি আরও জানান, এক ফ্লাইটে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে দেখা হলে মজা করেই সেই দুঃখের কথা জানিয়েছিলেন। আমিরের কথায়, ‘আমি ওনাকে বলেছিলাম, জাভেদ ভাই, আপনি আমার বিয়ের দিনটা বরবাদ করে দিয়েছেন ওই ছক্কার জন্য! উনি প্রথমে অবাক হয়েছিলেন, পরে হেসে ফেলেন’- যোগ করেন অভিনেতা।
কেএন/টিকে