অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। রিয়াল সোসিয়েদাদ থেকে ‘স্প্যানিশ ইনটেলিজেন্স’ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে ৫১ মিলিয়ন পাউন্ডে দলে টেনে মিকেল আর্তেতার স্বপ্নের মধ্যমাঠ পূর্ণতা পেল। এক বছর আগেই যাকে দলে চাইতেন আর্সেনাল বস, সেই জুবিমেন্ডি এবার সত্যিই এসে হাজির হলেন এমিরেটসে।
গত গ্রীষ্মে মিকেল মেরিনোকে আনার পর থেকেই গুঞ্জন চলছিল জুবিমেন্ডিকে নিয়েও।
তবে একসঙ্গে দুই তারকা মিডফিল্ডার ছাড়তে রাজি হয়নি রিয়াল সোসিয়েদাদ। তাই জুবিমেন্ডিকে দলে নিতে অপেক্ষার পরীক্ষায় পাস করেছে আর্সেনাল।
২৬ বছর বয়সী জুবিমেন্ডি নিজেও ছিলেন দ্বিধান্বিত। ১৫ বছর ধরে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলে আসা এই স্প্যানিশ তারকা নিজ শহর ছেড়ে যেতে প্রস্তুত ছিলেন না।
এমনকি লিভারপুলও যখন তাকে চুক্তির প্রস্তাব দিয়েছিল, তখনো তিনি নাকচ করেছিলেন।
জুবিমেন্ডি বলেছেন, ‘আমি যখন রিয়াল সোসিয়েদাদ ছাড়ার সিদ্ধান্ত নিই, তখনই মনে মনে ঠিক করে ফেলেছিলাম—আমার গন্তব্য হবে আর্সেনাল।
এই ক্লাবের খেলার ধরন আমার সঙ্গে মিলে যায়। দলটি তরুণ, উচ্চাকাঙ্ক্ষী এবং জেতার খিদে আছে।
আমি প্রস্তুত।’
জুবিমেন্ডি এর আগে স্পেনের হয়ে ইউরো জিতেছেন, চোটে পড়েন খুবই কম, আর পাসিং রেঞ্জ ও ম্যাচ নিয়ন্ত্রণে তার দক্ষতা অনন্য। এই গুণগুলোই তাকে আর্তেতার স্বপ্নের ‘ডিপ-লাইং প্লেমেকার’ বানিয়েছে। আরো বড় কথা মেরিনো-জুবিমেন্ডি জুটি আবার একসঙ্গে হবে।
এমআর/টিকে