সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই : আখতার হোসেন

ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কার বিষয়টাকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি। সংস্কার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আমাদের অধিকার রয়েছে। ভবিষ্যৎ সংসদের কাছে এই কার্যভার ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই।

আজ সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ১০ তম দিনের আলোচনা শেষে এসব কথা জানান আখতার।

আখতার হোসেন বলেন, জুলাই সনদকে নিছক দলিল হিসেবে দেখার প্রবণতা ভুল। এই সনদের মধ্যেই মৌলিক সংস্কারের রূপরেখা আছে, যা আগামী দিনের বাংলাদেশের কাঠামো নির্ধারণ করবে। যদি কেউ সংসদের ওপর নির্ভর করতে চায় এবং কমিশন আলোচনার অগ্রগতি সেদিকেই ঠেলে দেয়, তবে তা কার্যকর ঐকমত্য হতে পারে না।

তিনি বলেন, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো অবশ্যই বাংলাদেশের নতুন কাঠামোকে বাস্তবায়ন করতে নতুন বন্দোবস্তকে বাংলাদেশের রাজনীতির জন্যে কার্যকর করতে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। গণপরিষদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সেখানকার আলাপ আলোচনা তর্ক এবং নানা ধরনের ঐকমত্যের ভিত্তিতে নতুন একটি সংবিধান প্রণয়ন করে সংস্কারের প্রস্তাবনাগুলোকে কার্যকর করতে হবে।

উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের বিচার প্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধাবিঘ্নর মধ্য দিয়ে যেতে হয়। দূরবর্তী অনেক উপজেলার মানুষের জেলা সদরে আসতে কষ্ট হয়। যা বিচারপ্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতায় পড়তে হয়। অর্থকষ্টসহ নানান হয়রানির মুখে পড়তে হয়। সে জায়গায় অধস্তন আদালতকে উপজেলা পর্যায়ে সম্প্রসারণে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।

যে উপজেলাগুলো জেলা সদরের কাছাকাছি, নির্দিষ্ট সীমানার মধ্যে এবং সেখনকার জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করে যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং মামলার চাপ বিবেচনা করে পর্যায়ক্রমে সেগুলোতে স্থায়ী অধস্তন আদালত স্থাপন করা যেতে পারে বলে মনে করে এনসিপি। চৌকি আদালতগুলোকে স্থায়ী আদালত করে সেখানকার অবকাঠামোর উন্নয়নের আহ্বান দলটি করে। অধস্তন আদালতের পুরো কার্যক্রমে পর্যাপ্ত বিচারক নিয়োগের প্রস্তাব দলটি করে বলে জানান আখতার।

বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে ঐকমত্যের বিষয়ে আইনজীবীদের বিরোধিতা প্রসঙ্গে জানতে চাইলে আখতার হোসেন বলেন, ইতোপূর্বে ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের সময় গুটিকয়েক আইনজীবী বা বিচারপতিদের স্বার্থের কারণে জনকল্যাণ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়নি। আমরা দিন দশক আগের পরিস্থিতিতে নেই। নতুন বাংলাদেশে নতুনভাবে বাংলাদেশ থেকে সাজানোর স্বপ্ন দেখছে। মানুষের দোরগোড়ায় বিচারের ব্যবস্থাপনা নিয়ে যেতে হবে। মানুষ যাতে সহজে বিচার পান, এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আমরা মনে করি, বাংলাদেশের আইনজীবীরা, বিচারপতিরা ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে জনগণের স্বার্থের প্রতি তারা অবশ্যই মনোযোগী হবেন।

জরুরি অবস্থার বিষয়ে ১৪১ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে দলগুলো একমত হয়েছে বলে জানান আখতার হোসেন। তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে জরুরি অবস্থা যাতে রাজনৈতিক অপব্যবহার করতে না পারে। সে ব্যাপারে নির্দেশনা উল্লেখ করা থাকে। আবার মানবাধিকার এবং নাগরিক অধিকার ক্ষুন্ন না করা হয়। সে বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। জরুরি অবস্থার সংশোধনীর গাইড লাইন থাকা প্রয়োজন বলে মনে করে এনসিপি।



পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাংবাদিক পরিচয়ে থাকা মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Sep 14, 2025
img
রজনীকান্তের সিনেমায় আমিরের অভিনয় নিয়ে বিতর্ক Sep 14, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয়-যমুনা ঘেরাও Sep 14, 2025
img
জুলাইয়ের শহীদ পরিবারের বরাদ্দ অর্থ এক বছরেও হস্তান্তর হয়নি: শিবির সেক্রেটারি সাদ্দাম Sep 14, 2025
img
ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী Sep 14, 2025
img
চাকসুর নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন করে যুক্ত হয়েছে ১৭৬৮ Sep 14, 2025
ছাত্রদল কি পাশে ছিল না আবিদের? Sep 14, 2025
img
নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 14, 2025
খাবারে বরকত পাওয়ার উপায় Sep 14, 2025
img
করদাতাদের হয়রানি না করতে রাজস্ব কর্মকর্তাদের প্রতি অনুরোধ অর্থ উপদেষ্টার Sep 14, 2025
img
রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 14, 2025
img
মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা Sep 14, 2025
img
ভাঙ্গায় মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার Sep 14, 2025
img
রাকসু নির্বাচনে প্রার্থীর চূড়ান্ত তালিকা সন্ধ্যায়, এরপর প্রচার-প্রচারণা Sep 14, 2025
img
নির্বাচনকে সামনে রেখে এক ঘোর অনিশ্চয়তা তৈরি হচ্ছে : জাহেদ উর রহমান Sep 14, 2025
img
কারাবন্দি আসামিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 14, 2025
img
পটুয়াখালীর বাউফল আওয়ামী লীগ নেতা সেলিম আটক Sep 14, 2025
img
সীমানা পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ Sep 14, 2025
img
মেক্সিকোর ইউকাতানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ Sep 14, 2025
img

জুলাই অভ্যুত্থান

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ আজ Sep 14, 2025