অভিনেতা ধানুশের অভিনীত সমালোচক প্রশংসিত সিনেমা ‘Sir’ (তামিল ও তেলুগু ভাষায় ‘Vaathi’)–এর সিক্যুয়েল নিয়ে জল্পনার অবসান ঘটিয়েছেন পরিচালক ভেঙ্কি আটলুরি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ‘Sir’ সিনেমার কোনও সিক্যুয়েল আসছে না।
পরিচালক বলেন, ছবিটি সর্বদা একটি “স্ট্যান্ডঅলোন” গল্প হিসেবে পরিকল্পিত ছিল এবং এর বাইরে কোনও অতিরিক্ত অধ্যায় নির্মাণের ইচ্ছা তার ছিল না।
‘Sir’ সিনেমাটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেছিল, যেখানে ধানুশ ছিলেন এক প্রতিবাদী ও আবেগী শিক্ষকের ভূমিকায়। ছবিটি তার সামাজিক প্রাসঙ্গিকতা, আবেগঘন কাহিনী এবং ধানুশের শক্তিশালী অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ফ্র্যাঞ্চাইজি না হলেও ‘Sir’-এর শক্তিশালী বার্তাই দর্শকদের মনে গভীর ছাপ রেখেছে। ভক্তরা যদিও সিক্যুয়েল আশা করেছিল, পরিচালক মনে করেন একক গল্প হিসেবে ‘Sir’ যথেষ্ট প্রভাবশালী।
এফপি/ টিএ