ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোতে ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। ফলে পাল্লেকেলেতে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আর সিরিজ জিতলে ইতিহাস গড়বে টাইগাররা।
প্রথমবার লঙ্কাদূর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ২০১৩ এবং ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার সুযোগ এসেছে নতুন ইতিহাস লেখার। সেই ইতিহাস জিততে হলে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জিততে হবে। ঘরের মাঠে সিরিজ হার এড়াতে চাইবে লঙ্কানরাও। ফলে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে তারাও।
এদিকে শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতই সিরিজ নির্ধারনী ওয়ানডে দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে টাইগাররা। তবে দুই বছর আগে এ ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের ছয় ক্রিকেটারের।
সেই ম্যাচে অবশ্য হেরেছিলো বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই লড়াই করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উরুতে চোট পাওয়ায় যাকে নিয়ে তৈরি হয়েছিলো শঙ্কা। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় শেষ ম্যাচে তিনি খেলছেন তা প্রায় নিশ্চিত। ফলে লিটন অথবা নাঈম শেখ একাদশ থেকে আবারও জায়গা হারাতে পারেন।
আর বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল তাসকিন আহমেদের। সেক্ষেত্রে ছিটকে যাবেন হাসান মাহমুদ। একাদশে পরিবর্তন আসতে পারে ঐ একটাই।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/লিটন দাস/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আরআর/টিকে