শ্রীদেবী নেই, কিন্তু তাকে নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকের। এই তারকাখচিত নায়িকার এমন একটি ছবি রয়েছে, যা শেষ পর্যন্ত কখনও মুক্তি পায়নি। অথচ মুক্তি পেলে হয়তো বক্স অফিসে ঝড় তুলতে পারত ছবিটি।
সেই ছবির নাম ‘জমিন’। আশির দশকের শুরুতেই ছবির শুটিং সম্পূর্ণ হয়েছিল। ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রজনীকান্ত, সঞ্জয় দত্ত, শ্রীদেবী, শত্রুঘ্ন সিনহা এবং বিশেষ চরিত্রে বিনোদ খান্না। এছাড়া নবাগত হিসেবে ছবিটিতে ছিলেন মাধুরী দীক্ষিতও।
রমেশ আহুজা পরিচালিত এই ছবিটি ছিল মূলধারার অ্যাকশন-ড্রামা। গল্পে আর্মি অফিসার রজনীকান্ত এবং পুলিশ অফিসার সঞ্জয় দত্ত মিলে সন্ত্রাসবাদীদের খুঁজতে বের হন। আর শ্রীদেবী ছিলেন ছবির লিড নায়িকার চরিত্রে। ছবিতে সাদা পোশাকে শ্রীদেবীর নাচের একটি বিশেষ দৃশ্যের কথাও বলা হয় বলিউড মহলে। শ্রীদেবীর দাপুটে অভিনয়ও ছিল ছবির অন্যতম আকর্ষণ।
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন কিংবদন্তি রাহুল দেব বর্মণ। গানের দৃশ্যগুলোতেও দর্শক মুগ্ধ হতেন বলেই আশা করা হচ্ছিল।
কিন্তু শুটিং শেষ হলেও আর্থিক সমস্যা এবং ডিস্ট্রিবিউশন জটিলতার কারণে ‘জমিন’ আর আলোর মুখ দেখেনি। বহু দর্শকের অপেক্ষা সত্ত্বেও ছবিটি শেষ পর্যন্ত রিলিজ করা সম্ভব হয়নি। বর্তমানে ছবিটি কোথায় আছে, তা নিয়েও কোনো তথ্য নেই বলিউডের হাতে।
শ্রীদেবীর ফ্যানদের কাছে এটি রয়ে গেছে একটি ‘হারিয়ে যাওয়া সম্ভাবনা’। যে ছবির গল্প থেকে শুরু করে গান- সবই অদেখা থেকে গেল দর্শকের কাছে।
কেএন/টিকে