অঙ্কিতা লোখান্ডে কি মা হতে চলেছেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার অনুরাগীদের মধ্যে। ‘বিগ বস’-এর ঘরে থেকেই সন্তানের পরিকল্পনা শুরু করেছিলেন তিনি ও স্বামী ভিকি জৈন।
এরই মধ্যে কিছুদিন আগে ‘লাফটার শেফ’ অনুষ্ঠানে এসে অঙ্কিতা হঠাৎই বলে ফেলেন, “হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা।”
এই মন্তব্যে শুনেই হইচই পড়ে যায় নেটপাড়ায়। অনেকে ভাবতে শুরু করেন, সত্যিই হয়তো মা হতে চলেছেন অঙ্কিতা। কিন্তু পরে বোঝা যায়, সেটা ছিল মজার ছলে বলা।
তবে এই ‘মজা’-কে কেন্দ্র করে নানা গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। অবশেষে নিজেদের ভ্লগে মুখ খুললেন অঙ্কিতা ও ভিকি জৈন। সেখানে স্পষ্ট করলেন, এখনও পর্যন্ত সন্তান পরিকল্পনা নিয়ে তারা শুধু আলোচনা করছেন।
ভিকি বলেন, “অনেক দিন ধরেই এই একটা প্রশ্ন শুনে যাচ্ছি—‘কবে আসছে সন্তান?’ শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, আমাদের পরিবারের লোকেরাও অপেক্ষায় আছেন।”
তখন অঙ্কিতা যোগ করেন, “আমি এই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত। তবে হ্যাঁ, কথাবার্তা চলছে। সময় হলে সবাই জানবে।”
অর্থাৎ, এখনই মা হচ্ছেন না অঙ্কিতা, তবে ভবিষ্যতে যে সুখবর আসতে পারে, সেই ইঙ্গিতও মিলেছে তাদের কথায়।
উল্লেখ্য, ২০২১ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ে করেন অঙ্কিতা। তারপর থেকেই একাধিক রিয়েলিটি শো-তে দেখা গিয়েছে এই জুটিকে। ‘বিগ বস ১৬’-তেও তাদের রসায়ন ঘিরে তৈরি হয়েছিল নানা চর্চা।
আরআর/টিকে