জিপিই'র প্রতিবেদন: সহিংসতার ফলে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২০.১ ট্রিলিয়ন ডলার

বিশ্বজুড়ে সহিংসতার ক্রমবর্ধমান প্রকোপ শুধু মানুষের জীবনকেই নয়, বিশাল ক্ষতির মুখে ফেলছে বৈশ্বিক অর্থনীতিকেও। গ্লোবাল পিস ইনডেক্স (জিপিই) ২০২৫-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার কারণে বিশ্বের মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে পৌঁছেছে ২০.১ ট্রিলিয়ন ডলারে, যা বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩.৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ বছরের মধ্যে ১৪ বার বিশ্বে শান্তি পরিস্থিতির অবনতি ঘটেছে। ২০২৪ সালও ছিল সেই অবনতির ধারাবাহিকতার একটি অংশ। বিশ্লেষকরা এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে দীর্ঘস্থায়ী শান্তির পতন হিসেবে উল্লেখ করেছেন।

জিপিই প্রতিবছর বিশ্বের ১৬৩টি স্বাধীন দেশ ও অঞ্চলের মধ্যে শান্তির মাত্রা পরিমাপ করে। ২০২৫ সালের প্রতিবেদনে দেখা যায়, ভূরাজনৈতিক উত্তেজনা, ঘরোয়া সংঘাত এবং সামগ্রিক অপরাধ প্রবণতা বৃদ্ধির ফলে সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলি বলেন, ‘বর্তমান বিশ্বে শান্তির অবস্থা প্রবল চাপের মুখে। আজকের সংঘাতগুলো আরও জটিল, দীর্ঘস্থায়ী এবং আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ছড়িয়ে পড়ছে। অথচ এসব থামানোর যন্ত্রগুলো দুর্বল হয়ে পড়েছে।’

বিশেষভাবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ইউরোপ। সেখানে ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। এ ছাড়া আফ্রিকার সাব-সাহারান অঞ্চল, যেখানে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাসবাদ ও সামরিক অভ্যুত্থান বেড়েই চলেছে দিন দিন।

সহিংসতা থেকে উদ্ভূত বার্ষিক ক্ষতির মধ্যে রয়েছে সামরিক ব্যয়, নিরাপত্তা খাতে ব্যয়, উৎপাদন হ্রাস, শরণার্থী সংকট এবং মানসিক স্বাস্থ্যঝুঁকি। গবেষকরা বলছেন, এই ব্যয় বিশ্বের শিক্ষা খাতে বার্ষিক ব্যয়ের তুলনায় দশগুণ বেশি।

কিলেলি বলেন, ‘সহিংসতার প্রতিটি ডলার খরচ মানে স্বাস্থ্য, শিক্ষা কিংবা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ খাতে সেই ডলার না যাওয়া। এটি কেবল প্রাণহানির প্রশ্ন নয়, এটি ভবিষ্যতের সম্ভাবনাগুলোকেও নষ্ট করে দিচ্ছে।’

জিপিই জানায়, এই প্রেক্ষাপটেও কিছু দেশ শান্তি ধরে রেখেছে। আইসল্যান্ড টানা ১৭তম বছরের মতো বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে। এ ছাড়া পর্তুগাল, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড রয়েছে শীর্ষ পাঁচে।

অন্যদিকে, শান্তিতে নিচের দিকে রয়েছে আফগানিস্তান, ইয়েমেন, দক্ষিণ সুদান ও সিরিয়া। এ দেশগুলো সহিংসতার উচ্চ মাত্রা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার জন্য তালিকার তলানিতে অবস্থান করছে।

বিশ্লেষকরা বলছেন, সহিংসতা ঠেকাতে এখনই কূটনীতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। রিপোর্টে সুপারিশ করা হয়েছে, যুদ্ধ ও প্রতিরক্ষা খাতে অতিরিক্ত খরচ কমিয়ে শান্তি স্থাপনে বরাদ্দ বাড়ানো উচিত।

বিশ্লেষক মারিয়া কাস্তেলা বলেন, ‘শান্তি মানে শুধু যুদ্ধ বন্ধ হওয়া নয়। শান্তি মানে এমন এক সমাজ গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদ বোধ করে, মতপ্রকাশ করতে পারে, এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকে।’

বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সংঘাত আর বিভাজনের পথে চলব, নাকি শান্তি ও উন্নয়নের জন্য দৃঢ় পদক্ষেপ নেব।

আরআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
'ভারত বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার' Nov 05, 2025
img
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল সরকার Nov 05, 2025
img

নাসিরুদ্দীন পাটওয়ারী

ড. ইউনূসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে Nov 05, 2025
img
জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত Nov 05, 2025
img
রাতে অ্যানফিল্ডে মাঠে নামছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ Nov 05, 2025
img
বিপিএলের ৫ দল চূড়ান্ত, থাকছে না বরিশাল Nov 05, 2025
img
আওয়ামী লীগ ফিরবে, সেটা সময়ের ব্যাপার, কিন্তু কীভাবে ফিরবে? Nov 04, 2025
img
মনিরুল হক চৌধুরীকে সর্বোচ্চ ভোটে পাশ করাবো: সাক্কু Nov 04, 2025
img
দুই মাসের মধ্যে সব ক্যাম্পাসে নির্বাচন দিতে হবে: ডাকসু ভিপি Nov 04, 2025
img
বড়দিনে দর্শকের জন্য চমক নিয়ে আসছে কার্তিক-অনন্যা Nov 04, 2025
img
কোহলিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ব্যাটার Nov 04, 2025
img
জন্মদিনে মৌসুমীকে নিয়ে আবেগঘন পোস্ট ওমর সানীর Nov 04, 2025
img
শাহজালালে হচ্ছে অত্যাধুনিক চারতলা কার্গো ভিলেজ Nov 04, 2025
img
যারা নতুন করে রাজনীতি করতে চান, যোগাযোগ করুন : ভিডিও বার্তায় নাহিদ Nov 04, 2025
img
রাশমিকা মান্দানা অবশেষে দেখালেন বাগদানের আংটি Nov 04, 2025
img
কোচ আসলেও এখনো ক্যাম্পে আসেননি কিংসের ফুটবলাররা Nov 04, 2025
img
বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ Nov 04, 2025
img
বাংলাদেশের সঙ্গে পাওনা নিয়ে বিরোধ, আন্তর্জাতিক সালিশিতে যাচ্ছে আদানি Nov 04, 2025
img
এনসিপি সরকার গঠন করলে বিএনপিকেও বিচারের সম্মুখীন করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 04, 2025
img
জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত Nov 04, 2025