আন্দোলনে সহিংসতা উসকে দেয়া সাংবাদিকদের নিয়ে মুখ খুললেন প্রেস সচিব

বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতা উসকে দেয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে যেসব সাংবাদিক ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছিলেন, তারা এখন সংবাদমাধ্যমের স্বাধীনতার রক্ষক সেজে দাঁড়ানোটি ভণ্ডামি ছাড়া কিছু নয়।’

তিনি আরও উল্লেখ করেন, ‘জুলাইয়ের আন্দোলনে যারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছিলেন, তাদের থেকে দূরত্ব তৈরি করা এখন সময়ের দাবি।’

ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম আরও দাবি করেন, জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেয়ার কারণে তৎকালীন তথ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন।

‘আমি দৃঢ়ভাবে সমর্থন করি সেই সব উদ্যোগকে, যেগুলো সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখে এবং সাংবাদিকদের সহিংসতা, হুমকি ও ভয়ের পরিবেশ থেকে সুরক্ষা দেয়। তবে এটি অত্যন্ত উদ্বেগজনক যখন কিছু সাংবাদিক ও সংবাদমাধ্যম যারা আগে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছিল, এখন নিজেদের সংবাদমাধ্যমের স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করে।

২০২৪ সালের জুলাই মাসে, এক তরুণ রাজনৈতিক নেতার মন্তব্যের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানিয়েছিলেন, সেইসব সাংবাদিকদের কয়েকজনকে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভের নেতৃত্ব দিতে দেখা যায়। ওই সময় তারা ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ দমনে বলপ্রয়োগের দাবি তোলেন। এমনকি, আন্দোলনের ঠিক আগে তারা স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

দুর্ভাগ্যজনকভাবে, ওই গণঅভ্যুত্থানের সময় পাঁচজন সাংবাদিক প্রাণ হারান। কিন্তু এত বড় ক্ষতির পরও প্রভাবশালী সাংবাদিক সংগঠনসমূহ যেমন আওয়ামী লীগ–সমর্থিত বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে), ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস (ডিইউজে) এবং তৎকালীন আওয়ামী লীগ–নিয়ন্ত্রিত জাতীয় প্রেসক্লাব এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি। উপরন্তু, তখনকার স্বৈরশাসক সরকার প্রায় এক সপ্তাহব্যাপী ইন্টারনেট বন্ধ করে রাখলেও এই সংগঠনগুলো তা নিয়ে কোনো বক্তব্য দেয়নি।

আমি স্পষ্ট মনে করতে পারি, সরকারপন্থী কিছু সাংবাদিক আমার বিরুদ্ধে তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে ‘অভিযোগ’ করেছিলেন ব্ল্যাকআউট চলাকালে বিদেশি সাংবাদিকদের আমার ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে দেয়ার কারণে। আরাফাত তখন সাংবাদিকদের বলেছিলেন, আন্দোলন দমন হলেই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

সাংবাদিক সাঈদ খানকে সেই সময় গ্রেফতার করা হয় এবং হেফাজতে নির্যাতনের শিকার হন। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু তরুণ সাংবাদিক আহত হন। অথচ সাংবাদিকদের এই সংগঠনগুলোর পক্ষ থেকে তখনো কোনো প্রতিবাদ জানানো হয়নি। 

আমরা এমন একটি সাংবাদিকতা চর্চার স্বপ্ন দেখি, যা ভয় বা পক্ষপাত থেকে মুক্ত। সাংবাদিক সংগঠনগুলোর উচিত শুধু সহকর্মীদের অধিকার রক্ষা করাই নয়, নিজেদের ভূমিকা নিয়েও আত্মসমালোচনায় যাওয়া। বিশেষ করে, জুলাইয়ের আন্দোলনে যারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছিল, তাদের থেকে দূরত্ব তৈরি করা এখন সময়ের দাবি।’

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশকে ‘মক্কেল রাষ্ট্রে’ পরিণত করার চেষ্টা করেছে : জোনায়েদ সাকি Jan 19, 2026
img
শাহরুখের রোলস রয়সের পিছু নিলেন তরুণ-তরুণীরা! Jan 19, 2026
img
নিরাপদ দেশ রেখে যেতে চাইলে হ্যাঁ ভোট দিন: স্বাস্থ্য উপদেষ্টা Jan 19, 2026
img
বগুড়া-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম Jan 19, 2026
img
মেয়ে আদিরাকে নিয়েই সবচেয়ে বেশি সতর্ক রানি মুখার্জি Jan 19, 2026
img
পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, বহু বাড়ি ধস! Jan 19, 2026
img
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এনসিপির প্রতিনিধিদল Jan 19, 2026
img
কোনালের মিউজিক ভিডিওতে এবার মডেল সুনেরাহ-রেহান Jan 19, 2026
img
গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Jan 19, 2026
img
আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল Jan 19, 2026
img
স্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ গোবিন্দ, বললেন দমবন্ধ লাগছে Jan 19, 2026
img
খালেদা জিয়ার বার্তা জাতিকে ঐক্যের পথে ডাকে : জোনায়েদ সাকি Jan 19, 2026
img

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং

ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য Jan 19, 2026
img
নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্য নই: ডোনাল্ড ট্রাম্প Jan 19, 2026
img
শাড়িতে আবারও মুগ্ধ করলেন অপু বিশ্বাস Jan 19, 2026
img
শাকসু নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন Jan 19, 2026
img
নোয়াখালীর সাবেক এমপি কিরণ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ Jan 19, 2026
img
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ Jan 19, 2026
img
ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি Jan 19, 2026
img
মুক্তি পেয়ে যেন বলি, আমাকে দুষ্টু লোকেরা কিডন্যাপ করেছিল: হুম্মাম কাদের Jan 19, 2026